আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান ধ্বংস হয়েছে অনেক যুদ্ধাস্ত্র। তালিকায় রয়েছে চীনের তৈরি জেএফ-১৭ লড়াকু জেট ও এইচকিউ-৯পি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও চীনের প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দর ঊর্ধ্বমুখী। দু’দিনে ওই স্টকগুলিতে ৩৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি লক্ষ করা গিয়েছে।
বৃহস্পতিবার, ৮ মে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা অ্যাভিক চেংডুর শেয়ারের দাম ২০ শতাংশ বৃদ্ধি পায়। ফলে প্রায় ৮৪ ইউয়ানে পৌঁছে যায় ওই স্টক। শেষ পাঁচটি লেনদেনের দিনে সংশ্লিষ্ট সংস্থাটির শেয়ারের দাম ৪৩ শতাংশ বেড়েছে। ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে এটি সর্বোচ্চ বৃদ্ধি বলে জানা গিয়েছে।
এ ছাড়া হ্যাং শেং চায়না অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স নামের প্রতিরক্ষা সংস্থার শেয়ারের দাম তিন থেকে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এর স্টক বর্তমানে ৪,২৯০ ইউয়ানে ঘোরাফেরা করছে। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, গত দু’দিনে রকেট গতিতে বেড়েছে এর শেয়ারের দাম। আপাতত এই পরিস্থিতি বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, চেংডু তিয়ানজ়িয়ান টেকনোলজি, সান ক্রিয়েট ইলেকট্রনিক্স এবং চেংডু এএলডি এভিয়েশনের মতো ড্রাগনভূমির প্রতিরক্ষা সংস্থাগুলির স্টকে দাম বেড়েছে ১০ শতাংশ। সংঘাতের পরিস্থিতি বজায় থাকলে এই শেয়ারগুলিতে ৫০ শতাংশ বৃদ্ধি লক্ষ করার সম্ভাবনা রয়েছে। তবে দীর্ঘকালীন মেয়াদে চীনা প্রতিরক্ষা সংস্থাগুলির শেয়ারের দাম কমবে বলে স্পষ্ট করেছেন আর্থিক বিশ্লেষকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।