আন্তর্জাতিক ডেস্ক: চীনের কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার দাঁতভাঙা জবাব দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তারাও কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে ‘দমনমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকজন চীনা কর্মকর্তার ভিসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন।
এছাড়া, গত বছরের শেষের দিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।