প্রথমবারের মতো পায়রায় ভিড়ল চায়নার বিশেষ মাদার ভেসেল

মাদার ভেসেল

মাদার ভেসেল

গোপাল হালদার, পটুয়াখালী: প্রথমবারের মতো চায়না থেকে দুটি আনলোডার নিয়ে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১০ টায় পায়রা বন্দরের ভিড়েছে বিশেষ মাদার ভেসেল।

আনলোডার দুটি জেটিতে স্থাপনের মাধ্যমে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম অনেকাংশে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আর এর ফলে আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পায়রা বন্দর ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ কয়লা প্রয়োজন হবে তা পায়রা বন্দরের মাধ্যমে আসবে। যার ফলে বন্দরের অপারেশন কার্যক্রম অনেক আংশে বৃদ্ধি পাবে।

আরএনপিএল তত্তাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি ৮৫ ভাগ। ইতোমধ্যে পরীক্ষা ও কমিশিউনিং এর কাজ শুরু হয়েছে। আগামী মে পরীক্ষামূলক উৎপাদন শুরু করে জুন মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। অক্টোবর মাসে দ্বিতীয় ইউনিটের মাধ্যমে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এছাড়া কয়লা আনলোডিং এর জন্য প্রতিটি কো আনলোডার ১২৫০ টন কয়লা প্রতি ঘন্টায় আনলোডিং করতে পারবে।
শিপ থেকে পায়রা বন্দরের সহায়তায় RNPL জেটিতে আনলোডারটি প্রতি স্থাপন করা হবে।

পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জেটিটি ৩৪০ মিটার দৈর্ঘ্যের জেটি। এখানে ২২০ মিটার জাহাজ একুয়ামোডিশন করা যাবে। পিসিপিসিএল পাওয়ার প্লান্টের পাশাপাশি আরএনপিএল পাওয়ার প্লান্ট নির্মিত হচ্ছে। পায়রা বন্দরের মাধ্যমে পাইলোটিং নেভিগেশন পার্ট, চ্যানেল ওরিয়েন্টেশনের মাধ্যমে এই জেটিতে ৪৬ মিটার ব্রেথের মাদার ভেসেল জাহাজ টি সুষ্ঠ ভাবে আসতে পেরেছে।