বিরোধপূর্ণ জলসীমায় চীনা ও ফিলিপাইনি নৌযানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমায় নৌযানের সংঘর্ষ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বেইজিং ও ম্যানিলা। রবিবার ফিলিপাইনের কোস্টগার্ড অভিযোগ করেছে, তাদের একটি নৌযান লক্ষ্য করে চীন জলকামান নিক্ষেপ ও ধাক্কা দিয়েছে। এতে নৌযানটির একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। অপর দিকে চীনের কোস্টগার্ড অভিযোগ করেছে, ফিলিপাইনের নৌযানটির তাদের জাহাজে ইচ্ছাকৃতভাবে আঘাত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে আসছে চীন। এই বিরোধপূর্ণ সাগরের বিভিন্ন অংশের মালিকানা দাবি করে আসছে ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। ২০১৬ সালে পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বলেছে, চীনের দাবির কোনও আইনি ভিত্তি নেই।

বেইজি ও ম্যানিলা বসতিহীন সেকেন্ড থমাস শোয়ালকে নিয়ে একাধিকার উত্তেজনায় জড়িয়েছে। আন্তর্জাতিকভাবে পরিচিত স্পার্টলি আইল্যান্ডের অংশ এই শোয়াল।

শনিবার ফিলিপাইন অভিযোগ করেছে, চীন তাদের একটি বেসামরিকদের দ্বারা পরিচালিত একটি সরকারি মাছ ধরার নৌযানকে লক্ষ্য জলকামান ছুড়েছে। বেইজিংয়ের দাবি, এই বৈধ নিয়ন্ত্রিত পদক্ষেপ।

রবিবারের ঘটনায় চীনের কোস্টগার্ড বলেছে, ফিলিপাইনের দুটি নৌযান তাদের সতর্কবার্তা উপেক্ষা করে চীনা সরকারের অনুমতি ছাড়া নানশা দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে।

চীনের কোস্টগার্ডের মুখপাত্র গান ইউ ফিলিপাইনকে উসকানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।