বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা জিকরের দাবি, তাদের উদ্ভাবিত নতুন ব্যাটারি টেসলা ও বিওয়াইডিসহ অন্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির চেয়ে দ্রুত চার্জ হয়। আলট্রা-ফাস্ট চার্জিং স্টেশন ব্যবহার করে এ ব্যাটারি সাড়ে ১০ মিনিটের মধ্যে ১০-৮০ শতাংশ পর্যন্ত শক্তি সঞ্চয় করতে পারে। খবর বিবিসি।
এর আগে ইলোন মাস্ক মালিকানাধীন টেসলার দাবি ছিল, তাদের মডেল থ্রি ১৫ মিনিট চার্জে ১৭৫ মাইল বা ২৮২ কিলোমিটার পর্যন্ত যেতে পারে, যা গাড়ির মোট সক্ষমতার অর্ধেকের নিচে।
আগামী সপ্তাহে জিকর বাজারে আনতে যাচ্ছে ২০২৫ মডেলের ০০৭ সেডান। এতেই প্রথমবারের মতো নতুন ব্যাটারিটি যুক্ত হবে। কোম্পানিটি বলছে, প্রতিকূল পরিবেশেও এ ব্যাটারি কাজ করতে সক্ষম। যেমন ঠাণ্ডা আবহাওয়ায় আধা ঘণ্টার কম সময়ে ১০-৮০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।
জিকর জানিয়েছে, এরই মধ্যে চীনে পাঁচ শতাধিক আলট্রা-ফাস্ট চার্জিং স্টেশন স্থাপন করেছে। বছরের শেষ নাগাদ স্টেশনের সংখ্যা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এছাড়া ২০২৬ সালের মধ্যে ১০ হাজারের বেশি চার্জিং পরিষেবা তৈরির লক্ষ্য কোম্পানিটির।
খাতসংশ্লিষ্ট পরামর্শক সংস্থা সিনো অটো ইনসাইটসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তু লের মতে, জিকরের দাবিটি অসম্ভব কিছু নয়। বর্তমানে অনেক ইভি কোম্পানি টেসলার তুলনায় প্রযুক্তিতে এগিয়ে গেছে। এ পরিপ্রেক্ষিতে জিকরের দাবি সাহসী হলেও বিশ্বাসযোগ্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় চীনা এ উদ্ভাবন দ্রুত চার্জ হয় এমন ব্যাটারি না হলেও দ্রুততম হওয়ার পথে একটি পদক্ষেপ।
চীনের ইভি খাত বিশ্লেষক মার্ক রেইনফোর্ড বলেন, ‘ইভি খাতে চীনে অবিশ্বাস্য রকম প্রতিযোগিতা চলছে। সেখানে বিওয়াইডির মতো ব্র্যান্ড বেশি উৎপাদন ও বিক্রির ওপর অগ্রাধিকার দিচ্ছে। অন্যদিকে জিকর, লি ও নিওর মতো ব্র্যান্ড চার্জিং সক্ষমতায় এগিয়ে থাকার চেষ্টা করছে।’
জিকরের প্যারেন্ট হলো যুক্তরাজ্যভিত্তিক গিলি। এ কোম্পানির অধীনে রয়েছে বিলাসী স্পোর্টস কার লোটাস ও সুইডেনের ভলভোসহ বেশ কয়েকটি ব্র্যান্ড মালিক।
গত মে মাসে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে জিকর। ২০২১ সালের পর প্রথম কোনো বড় কোম্পানি হিসেবে মার্কিন বাজারে আত্মপ্রকাশ করল কোম্পানিটি। বর্তমানে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) চেয়ে ২৭ শতাংশ কম দরে ট্রেডিং করছে জিকর।
কোম্পানির প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, জুনে রেকর্ড সংখ্যক যানবাহন ডেলিভারি করেছে জিকর। এ সময় ২০ হাজার ১০৫টি গাড়ি সরবরাহ করেছে। তবে জুলাইয়ে সরবরাহ কিছুটা কমেছে, এ সময় ১৫ হাজার ৬৫৫টি গাড়ি ক্রেতাদের জন্য পাঠিয়েছে।
অন্যদিকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সরবরাহ অনুসারে, যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত শুধু ইভি বিক্রি করে এমন চীনা কোম্পানিগুলোর মধ্যে সরবরাহে সবচেয়ে এগিয়ে ছিল জিকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।