বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের ডিপসিকে যখন প্রযুক্তি বিশ্ব আচ্ছন্ন তখন জানা গেল ইতালি তাঁদের দেশে ডিপসিকের এআই চ্যাটবট ‘ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট’-কে নিষিদ্ধ করেছে। প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতির বিষয়ে দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের উদ্বেগ প্রশমিত করতে ব্যর্থ হওয়ায় ডিপসিক ইতালিতে তাঁদের পরিষেবা বন্ধ করে দেওয়ার নির্দেশ পেয়েছে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)।
এর আগে ইতালির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ ‘গারান্তে’ এক বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, ডিপসিক তাঁদের গোপনীয়তা নীতি সম্পর্কে স্থানীয় নিয়ন্ত্রকদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। ফলে চীনের আলোচিত এই এআই স্টার্টআপটির সকল পরিষেবা ইতালিতে নিষিদ্ধ করা হয়েছে এবং তাঁদেরকে দেশটিতে তাঁদের অপারেশন বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি আর১ (আর ওয়ান) রিজনিং এআই মডেলটি রিলিজ করার পর থেকেই প্রযুক্তি বিশ্বে আলোচনায় চলে আসে ডিপসিক। প্রচলিত যেকোনো রিজনিং এআই মডেলের সমকক্ষ ওপেন-সোর্স এই মডেলটি তৈরির ও ব্যবহারের খরচ অন্যান্য মডেলের তুলনায় অবিশ্বাস্যরকম কম। ফলে দ্রুতই জনপ্রিয়তা পেতে শুরু করে ডিপসিক এবং এক সপ্তাহের মধ্যে তাঁদের চ্যাটবট অ্যাপলের অ্যাপস্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপে পরিণত হয়।
তবে ডিপসিকের ডেটা কালেকশন প্রক্রিয়াটি বেশ প্রশ্নবিদ্ধ। বিশেষ করে পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ধারণা প্রতিষ্ঠানটি তাঁদের ব্যবহারকারীদের ডেটা গুপ্তচরবৃত্তির মতো অবৈধ ও ক্ষতিকর কোনো কাজে ব্যবহার করতে পারে। গারান্তে জানিয়েছে যে, ডিপসিকের ডেটা কালেকশন পদ্ধতি সম্পর্কে তাঁদের কাছে জানতে চেয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
ইতালীয় কর্তৃপক্ষের অনুসন্ধানের জবাবে ডিপসিক জানিয়েছে যে, তাঁরা ইতালিতে কাজ করে না, ফলে ইউরোপীয় আইন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অবশ্য গারান্তের নিজস্ব অনুসন্ধান বলছে, ইতালিতেও ডিপসিক তাঁদের সেবা প্রদান করে এবং দেশটিতে অনেকেই নতুন এই এআই চ্যাটবট ব্যবহার করে থাকে। গারান্তে এও জানিয়েছে, তাঁরা ইতোমধ্যেই ইতালিতে ডিপসিকের অপারেশন নিয়ে তদন্ত শুরু করেছে।
ইতালিতে অ্যাপ স্টোরগুলো থেকে ডিপসিক তাঁদের এআই অ্যাসিসট্যান্ট অ্যাপটি ইতোমধ্যেই সরিয়ে নিয়েছে। তবে ইতালির ডেটা সুরক্ষা আইন মেনে চলতে অস্বীকৃতি জানিয়েছে চীনের স্টার্টআপটি। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গারান্তের বোর্ড সদস্য আগোস্তিনো ঘিগলিয়া বলেছেন, ‘ডিপসিকের প্রতিক্রিয়া আমাদেরকে কোনোরুপ আশ্বাস দিতে পারেনি, বরং তাঁদের অবস্থান আরও খারাপ হয়েছে এতে। সে কারণেই আমরা (ডিপসিক) বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ইতালির অ্যাপ স্টোরগুলোতে ডিপসিক অ্যাপটি ডাউনলোড করা না গেলেও যাদের ডিভাইসে ইতোমধ্যেই অ্যাপটি ডাউনলোড করা আছে তারা ঠিকই ব্যবহার করতে পারছেন ডিপসিকের পরিষেবা। এমনকি ডিপসক এআই চ্যাটবটের ওয়েব ভার্সনটিও অ্যাক্সেস করতে পারছেন ইতালির ব্যবহারকারীরা।
উল্লেখ্য, গুগল প্লে অ্যাপ স্টোর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিপসিক অ্যাপটি এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি ব্যবহারকারী ডাউনলোড করেছে। অন্যদিকে অ্যাপলের অ্যাপস্টোরেও সর্বোচ্চ ডাউনলোড হওয়া ফ্রি অ্যাপ্লিকেশনের তালিকায় প্রথম স্থানেই রয়েছে ডিপসিক এআই অ্যাসিসট্যান্ট।
ইতালির পাশাপাশি ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও আইরিশ নিয়ন্ত্রক সংস্থাগুলোও ডিপসিকের ডেটা কালেকশন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ডিপসিক কীভাবে ডেটা সংগ্রহ করে- বিষয়টি তদন্ত করার সিদ্ধান্তের কথাও শুক্রবার জানিয়েছে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।
উল্লেখ্য, নাগরিকদের ডেটা সুরক্ষার বিষয়টি নিয়ে বরাবরই কঠোর অবস্থান নিয়ে থাকে ইতালির গারান্তে। এর আগে ২০২৩ সালে চ্যাটজিপি নির্মাতা ওপেনএআই-কে নীতিবহির্ভূতভাবে ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করায় ১৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করে গারান্তে।
তথ্যসূত্র: ডিক্রিপ্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।