বিনোদন ডেস্ক : বর্তমানে অনেকেই এই প্রবাদটি সত্যি করে দেন, যেটি হল “বয়স তো একটা সংখ্যা মাত্র”। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা ৯০ বছর বয়সেও তরুণদের মতো জীবন যাপন করতে সক্ষম। এমন অনেকে রয়েছেন যারা ৫০ বছর পেরিয়ে গেলেও তাদের আসল বয়স ধরতে অনেকেই অক্ষম থাকেন। কোন এক অজানার অবশ্যই নিজেদের বয়স ধরে রাখতে সক্ষম হন তাঁরা।
সম্প্রতি তেমনি একটি মডেলের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল হল। এই মডেলের আসল বয়স শুনলে আপনি স্তমিত হয়ে যাবেন। সিঙ্গাপুরের এই মডেলের নাম চুয়ান্ড ট্যান। শুধু মডেলিং নয়, পেশাদারী ফটোগ্রাফিও করেন তিনি। আন্তর্জাতিক মানের একটি মডেলিং সংস্থাও চালান ট্যান। মডেলের সুঠাম চেহারা দেখে আপনি আসল বয়স কোনোভাবেই ধরতে পারবেন না কারণ এই মডেলকে দেখে মনে হবে তিনি কোন তরুণ মডেল।
কিন্তু কিভাবে নিজের বয়সকে ধরে রেখেছেন এই মডেল? উত্তরে তিনি বলেন, ভালো খাদ্যাভ্যাস বয়সকে ধরে রাখার আসলে রহস্য। ১৯৬৭ সালে জন্ম হয় ট্যানের। বর্তমানে ৫৫ বছর বয়স তাঁর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার পঞ্চাশের বেশি বয়স হয়েছে কিন্তু অনেকেই মনে করেন আমি ২০ বছরের এক তরুণ। এর পেছনে ৭০ শতাংশ দায়ী আমার খাদ্যাভ্যাস এবং ৩০ শতাংশ আমার শরীর চর্চা। ত্বক টানটান করার জন্য কোন প্রসাধনীও ব্যবহার করেন না তিনি।
তিনি আরো জানিয়েছেন, তিনি প্রত্যেকদিন প্রাতরাশ করার সময় ছটি ডিম সেদ্ধ এবং দুটি কুসুম খান। এছাড়া খান এক গ্লাস দুধ, সাথে মাঝে মাঝে অ্যাভোকাডো। ডিম ছাড়াও খাদ্য তালিকায় থাকে চিকেন ভাত মাছের ঝোল এবং নানা ধরনের সবজি। আইসক্রিমের প্রতি ভীষণভাবে দুর্বলতা রয়েছে ট্যানের, তাই সংযম রক্ষা করেই মাঝে মাঝে আইস্ক্রিম খাওয়ার চেষ্টা করেন তিনি।
তবে চা কফি বা মদ্যপান করেন না। ধূমপান থেকেও দূরে থাকেন তিনি। রাতে খান গ্রিন স্যালাড। এক পপ গায়ক হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন ট্যান। পরবর্তীকালে মডেলিং এবং ফটোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নেন। তারপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মডেলিং বা ফটোগ্রাফি ছাড়াও তিনি অভিনয়ও করেছেন ২০১৯ সালে “প্রেসার্স ইজ দা নাইট” নামে এক ছবিতে।
২০১৭ সালে তিনি প্রথম ভাইরাল হয়েছিলেন এক চীনের সংবাদ মাধ্যমের হাত ধরে। সে সময় বয়স এবং চেহারার জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন সিঙ্গাপুরের এই মডেল। সমাজ মাধ্যমে খুব সক্রিয় থাকেন তিনি। ২০১৫ সালে Instagram অ্যাকাউন্ট খোলেন যেখানে নানা ধরনের মডেলিংয়ের ছবি প্রকাশ করেন তিনি, যা আস্তে আস্তে সংবাদ মাধ্যমের নজর কেড়ে নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।