বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ তৈরিতে গুগলের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে স্যামসাং। গুগলের পিক্সেল ৭ ও ৭ প্রোতে এ প্রসেসর ব্যবহার করা হবে বলে প্রতিবেদন সূত্রে জানা গেছে। চলতি বছরের শেষে নতুন পিক্সেল ডিভাইস বাজারে আসতে পারে। খবর গিজমোচায়না।
সূত্রের বরাতে নাভের নিউজ জানায়, টেনসর ২ চিপসেট তৈরিতে গুগলের সঙ্গে কাজ করবে স্যামসাং। গুগলের দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ তৈরিতে ৪ ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহারের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। অক্টোবরের দিকে এ চিপ-সংবলিত পিক্সেল ৭ সিরিজ বাজারে আসার কথা রয়েছে।
পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোনে ব্যবহূত প্রথম প্রজন্মের টেনসর চিপও স্যামসাং তৈরি করেছে। পিক্সেল ৬এ-তেও এটি ব্যবহার করা হবে। জুলাইয়ে স্মার্টফোনটি বাজারজাত করা হবে। আগের চিপটি ৫ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি করা হয়েছিল।
প্রতিবেদনে আরো বলা হয়, নতুন চিপটি প্যানেল লেভেল প্যাকেজিং (পিএলপি) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি করা হবে। পিএলপি এমন একটি প্যাকেজিং পদ্ধতি, যেখানে ওয়াফার থেকে কাটা চিপগুলো একটি আয়তক্ষেত্রাকার প্যানেলে রাখা হয়। মূলত খরচ কমাতে ও উৎপাদনশীলতা বাড়াতেই এ প্রযুক্তি ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্যামসাং এরই মধ্যে গুগলকে ডির্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ যন্ত্রাংশ সরবরাহ করেছে। পাশাপাশি ওয়োমোর স্ব-চালিত গাড়ির জন্য চিপসেটও দিয়েছে। প্রতিষ্ঠানটি গুগলের সার্ভার প্রসেসরসহ অন্যান্য পণ্যের জন্য আলাদা চিপ তৈরির বিষয়ে আলোচনা করছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।