ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে অনলাইন ডেলিভারির। সুইগি ইন্সটামার্টে দেখা গিয়েছে, মুম্বইয়ের এক ব্যবহারকারী বছরভর ১৫ লক্ষ টাকার অর্ডার দিয়েছেন। পোষ্যের খাবারের জন্য!
সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে প্রযুক্তি। আর আধুনিক প্রযুক্তির ঠেলায় বাড়ছে হোম ডেলিভারির অর্ডার।
বছর শেষে বিভিন্ন অনলাইন ইন্সট্যান্ট ডেলিভারি অ্যাপ প্রকাশ করছে তাদের ডেলিভারির তথ্য। কোন জিনিস সবথেকে বেশি অর্ডার হয়েছে, কোন শহর কী অর্ডার করল, যাবতীয় নথি প্রকাশ করছে।
এ সময় ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে অনলাইন ডেলিভারির। সুইগি ইন্সটামার্টে দেখা গিয়েছে, মুম্বইয়ের এক ব্যবহারকারী বছরভর ১৫ লক্ষ টাকার অর্ডার দিয়েছেন। পোষ্যের খাবারের জন্য!
সুইগিতে রাত ১০টা থেকে ১১টার মধ্যে সবথেকে বেশি কী অর্ডার হয়েছে জানেন? মশলা চিপস।
আর অর্ডার হয়েছে কন্ডোম। তাও আবার ফ্লেভারযুক্ত!
সুইগির ইন্সটামার্টে প্রতি ১৪০টি অর্ডারের মধ্যে একটি অর্ডারই কন্ডোমের ছিল।
কোন শহর সবথেকে বেশি কন্ডোম অর্ডার করেছে জানেন? দিল্লি, মুম্বই বা কলকাতা নয়, বেঙ্গালুরুই সবথেকে বেশি কন্ডোম অর্ডার করেছে।
হায়দরাবাদ, মুম্বই আবার সবথেকে বেশি অন্তর্বাস অর্ডার করেছে।
এই বছরে ইন্সটামার্টে সবথেকে বেশি খরচ করেছে দিল্লিবাসী। ২০ লক্ষ টাকারও বেশি অর্ডার হয়েছে ইন্সটামার্টে। তারপরই রয়েছে দেহরাদুনের নাম।
ইন্সটামার্টে সবথেকে বেশি অর্ডার হওয়া পণ্য হল দুধ, দই, ধোসার ব্যাটার, চিপস ও কোল্ড ড্রিঙ্কস।
https://inews.zoombangla.com/infinix-note-40x-best-phones-a/
২০২০ সালে শুরু হয়েছিল ইন্সটামার্ট পরিষেবা। বর্তমানে দেশের ৫৪টি শহরে এই পরিষেবা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।