জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে জেলেদের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ৮টায় কামারডাঙ্গী এলাকার জেলে সাইদুল হালদারের জালে মাছটি ধরা পড়ে। এটি ১৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সাইদুল হালদার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে পদ্মা নদীতে জাল ফেলেন জেলেরা। কিন্তু সারারাত কোনও মাছের দেখা মেলেনি। সকাল ৮টার দিকে জাল টানতেই দেখেন, একটি বড় চিতল মাছ।
স্থানীয়রা জেলেরা জানান, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহানের কাছে নিয়ে আসেন সাদুল। এক হাজার ৪০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৮শ’ টাকা দিয়ে মাছটি কিনে নেন তিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫শ’ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।
মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন, ‘পদ্মার বড় মাছের চাহিদা রয়েছে। চিতল মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।