বিনোদন ডেস্ক : উপমহাদেশে প্রবাদপ্রতিম গজল শিল্পী পঙ্কজ উদাস আর নেই। ৭২ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর অন্যলোকে পাড়ি জমালেন তিনি। তার মৃত্যুতে যে গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরছে তা হলো ‘চিঠি আয়ি হ্যায়’। ১৯৮৬ সালে মহেশ ভাট পরিচালিত ‘নাম’ ছবির গান এটি।
গানটি লিখেছিলেন আনন্দ বকশি। সুর-সঙ্গীত করেছিলেন লক্ষ্মীকান্ত-পেয়ারেলাল। নাম ছবির কাহিনি লিখেছিলেন মেগাস্টার সালমান খানের বাবা সেলিম খান।
গানটির পেছনের গল্প জানতে চাইলে পঙ্কজ উদাস বলেছিলেন, ছয়-সাতবার বসার পর গানটা তৈরি হয়। প্রথমে গানটার দুই লাইন লিখেছিলেন আনন্দ বকশি। এরপর পুরো লেখা সম্পূর্ণ হয়। আমার সামনেই লক্ষীকান্ত-পেয়ারেলাল এই গান তৈরি করেন। ফাইনাল হওয়ার পর রেকর্ডিংয়ের দিন আমি হারমোনিয়াম নিয়ে স্টুডিওতে যাই। গানটি লাইভ রেকর্ডিং হয়। কোনো ডাবিং হয়নি। গানের আগে একবার রিহার্সাল করেছিলাম।
পঙ্কজ উদাস আরও বলেন, গান শেষ হওয়ার পরে ভেবেছি লক্ষীকান্ত আবার রিটেক নেবেন। কিন্তু গান শেষ হওয়ার পর মিক্সিং রুম থেকে বেরিয়ে লক্ষীকান্ত আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি তো কামাল করে দিয়েছ। উনি আমাকে মিক্সিং রুমে ডেকে নিয়ে যান। বলেন, তুমি নিজে একবার শুনে দেখ। আমি বলি, আপনি যদি মনে করেন আবার রিটেক করুন। তিনি আশ্বস্ত করে বললেন, কোনো প্রয়োজন নেই।
সেদিন মিক্সিং রুমে উপস্থিত সঙ্গীত পরিচালকদ্বয় ও পরিচালক মহেশ ভাট সবার চোখেই পানি দেখেছেন পঙ্কজ উদাস। তার মতে, ‘আমি কীভাবে গানটা একটানা গাইলাম, সত্যি আজও অবিশ্বাস্য।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।