চিত্র বিভ্রাট: আপনার চোখ যা দখছে সেটা প্রমাণ করবে আপনি কোন অবস্থায় আছেন

এ পেইন্টিং টুইটারে অনেক ভাইরাল হয়েছে যেখানে ২ টি ছবি পাশাপাশি জুড়ে দেওয়া হয়েছে। অক্টাভিও ওকাম্পো নামক এক ব্যক্তি এটি পাবলিশ করেন। এই চিত্রের নাম দেওয়া হয় ‘ Forever Always ‘
চিত্র বিভ্রান্তি নিয়ে আমাদের অনেকের ধারণা আছে। একই ছবির মধ্যে রহস্য লুকিয়ে থাকে। একই ছবি নানা মানুষ নানাভাবে দেখে ও বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়। এই চিত্রে কতটি চেহারা আছে ও কোনটি আসল বা কোনটি নকল চেহারা তা সঠিক অনুমান করা কষ্টসাধ্য।

আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন যে, যুগল মুখোমুখি অবস্থানে আছে। যিনি পুরুষ তিনি গিটার হাতে, সাথে মেক্সিকান টুপি পড়েছেন। আর মহিলা ব্যক্তি তার দিকে তাকিয়ে আছেন।
আপনি এভাবেও ব্যাখ্যা দিতে পারেন যে,
যারা বৃদ্ধ যুগল খেয়াল করেছেন তারা বিবাহিত জীবন পার করছেন ও শেষ বয়সে উপনীত হয়েছেন৷
আর যারা তরুন যুগল দেখেছেন তারা সুন্দর বিবাহিত জীবন পেতে মুখিয়ে আছেন ও আশাবাদী।