স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খুলনা টাইগার্সের দেয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের প্রথম খেলায় হারার পর ওসমান খানের শতকে দারুন ভাবে বিপিএলে ফিরে আসে চট্টলার এ দলটি। তারা ৯ উইকেটে হারায় খুলনাকে। ওসমান ৫৬ বলে ১০০ রান পুর্ন করেন।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালোই করেন চট্টলার ব্যাটার ওসমান খান ও ম্যাক্স ও ডাউড। ওসমান ১০২ রানে অপরাজিত থাকেন। আর ম্যাক্স ৫৪ রান করে নাহিদুলের বলে নাসুমের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ম্যাক্স আউট হলে ব্যাট করতে আসেন আফিফ। ওসমান আর আফিফ মিলে দলকে জয়ের দিকে নিয়ে যান। আফিফ ১০ বল খেলে ৫ রানে অপরাজিত থাকেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম ও খুলনার ম্যাচটি শুরু হয় আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক। খেলাটি সরাসরি সম্প্রচার করছে নাগরিক টিভি ও ওটিটি প্লাটফর্ম।
ব্যাটিংয়ের আমন্ত্রণে শুরুটা ভালো না হলেও ১২ ওভার শেষে তামিম ইকবাল ও আজাম খানের ব্যাটিং দৃড়তায় ভালো সংগ্রহের দিকেই আগায় খুলনা টাইগার্স। আজম খান ১০৯ রানে ও ওহাব রিয়াজ ১ রানে অপরাজিত থাকেন।
এর আগে তামিম ইকবার ও শেরজীল খান দলের হয়ে ওপেন করতে নামেন। শুরুতেই ধাক্কা খায় খুলনা। পাওয়ার ওভারের ভেতরই তারা হারিয়ে বসে দুই উইকেট। শেরজীল খান মাত্র ৫ রানে শুভাগতর বলে মুত্যুঞ্জয়ের ক্যাচে পরিণত হন। তারপর আবু জাহেদ রাহির বলে ৬ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন হাবিবুর রহমান। তারপরই তামিম ৪০ রানে আউট হলে শংকা দেখা দেয় খুলনা শিবিরে। তারপর ইয়াসির আলী মাত্র ১ রানে জিয়াউর রহমানের বলে বোল্ড হয়ে যান। তারপরই ১০ রান করা সাব্বিরও ফিরে যান রাহির বলে।
নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় মাশরাফী-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হারে চট্টগ্রাম। সিলেটি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ৮৯ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম।
চট্টগ্রামের মত নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে খুলনার ব্যাটাররাও। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে হারলেও লড়াই করার মতো সাহস দেখিয়েছে দলটি। লো স্কোরিং ম্যাচে খুলনার ১১৪ রানের টার্গেটে পৌঁছতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকাকে।
আজ প্রথম জয়ের স্বাদ নিয়ে খুলনার বিপক্ষে জয় দিয়ে ঢাকা পর্ব শেষ করার লক্ষ্য চট্টগ্রামের। ওইদিকে একই লক্ষ্য নিয়ে খেলছে তামিম ইকবালের খুলনা। জয়ের মধ্যে থেকেই দ্বিতীয় পর্ব শুরু করতে মরিয়া রূপসা পাড়ের দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।