জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে ছবি তোলার সময় মাহফুজ ইসলাম সাজেদুল ও ইমন নামে দুই বাংলাদেশিকে ধরে নেওয়া যাওয়ার ৮ ঘণ্টা পর ফেরত দিলো ভারতীয় বিএসএফ। ওই দুজন সম্পর্কে মামা-ভাগিনা এবং ইমন (ভাগিনা) এসএসসি পরিক্ষার্থী।
শুক্রবার রাত ২ টার দিকে লালমনিরহাট জেলার বুড়িমাড়ী স্থলবন্দর দিয়ে বিজিবির কাছে ওই যুবককে হস্তান্তর করে বিএসএফ। এর আগে শুক্রবার (২ মে) সন্ধ্যা ৬ টার দিকে জেলার পাটগ্রাম উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নং সাব পিলারের কাছ থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানায়, পাটগ্রামের ধবলসুতী সীমান্তের ৮২৫ নং মেইন পিলার এলাকার সীমান্তে একটি চা বাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা মামা সাজেদুল ইসলামকে (২৪) নিয়ে ছবি তুলতে যায় ওই এলাকার মোস্তাকের ছেলে ইমন ইসলাম (১৭)।
এসময় ওই সীমান্তে ভারতীয় বিএসএফ এর ২০-২৫ জনের একটি টহল দল তাদের ধরে নিয়ে যায়। পরে ৬১ বিজিবির সদস্যরা ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকে আহ্বান জানালে বিএসএফ বিজিবির আহ্বানে সাড়া দেয়। এদিন রাত ২ টার দিকে বিএসএফ বুড়িমারী স্থলবন্দর দিয়ে ধরে নিয়ে যাওয়া যুবকদের ফেরত দেয়।
সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফ এর হাতে আটক হওয়া ইমন ও সাজেদুলকে ফেরত দেওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের ৬১ ব্যাটালিয়ন নিশ্চিত করেছে।
এছাড়া, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানও ধবলসূতি সীমান্ত থেকে বিএসএফের ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে বিজিবির নিকট ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।