জুমবাংলা ডেস্ক : আধুনিক সময় প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সময় কাটিয়ে থাকেন। নিউজফিড স্ক্রলিংয়ের সময় অনেকেই পছন্দের বিভিন্ন পোস্টে আটকে যাই আমরা। তবে সম্প্রতি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম ছবিতে আটকে যাওয়ার প্রবণতা প্রায় সবার মধ্যেই দেখা যায়। সাধারণত দৃষ্টিভ্রম ছবি-ভিডিও এমন এক ধরনের পেইন্টিং, ফটোগ্রাফ বা চিত্র হয়ে থাকে, যা কৌশলগতভাবে মানুষের চোখ, মন ও মানসিকতাকে চ্যালেঞ্জ করে থাকে।
দৃষ্টিভ্রম ছবি-ভিডিওগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে সেসব ব্যক্তিভেদে অর্থ বা উত্তর ভিন্ন হয়ে থাকে। বাস্তবিক অর্থে এমনটাই হয়ে থাকে। ফলে আমরাও একেকজন একেক ধরনের উত্তর দিয়ে থাকি। এসব ছবির সমস্যা সমাধানে অনেকে আবার আনন্দ খুঁজে পান। কেননা, দৃষ্টিভ্রম ছবি সমাধানে মস্তিষ্কের বিকাশ ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কেউ প্রথম দেখায় একটি ঘোড়া দেখতে পাচ্ছেন। আবার কেউ একাধিক ঘোড়া দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কয়টি ঘোড়া দেখতে পাচ্ছেন? আর এর উত্তরই নাকি বলে দেবে আপনি কতটা বুদ্ধির অধিকারী।
একটি বড় ঘোড়া দেখলে: প্রথম দেখায় যদি একটি বড় ঘোড়া দেখতে পান, তাহলে আপনি এমন একজন মানুষ যিনি কিনা বড় ছবি দেখতে পছন্দ করেন। এ ধরনের মানুষ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেন না। কোনো পদক্ষেপ নেয়ার আগে ফলাফলের কথা ভাবেন। আপনি অনেক বেশি চিন্তা করতে পছন্দ করেন এবং আপনার ক্ষমতা সম্পর্কে একটু বেশিই আত্মবিশ্বাসী থাকেন। তবে এ জন্য অনেক সময় সমস্যায়ও পড়তে পারেন আপনি।
পাঁচ থেকে দশটি ঘোড়া দেখলে: প্রথম দেখায় যদি ছবিতে পাঁচ থেকে দশটির মতো ঘোড়া দেখতে পান, তাহলে আপনার মধ্যে পরিপূর্ণতা রয়েছে। আপনি সহজে কিছু মেনে নেন না। বিপরীতে নিজের সিদ্ধান্ত যুক্তিবাদী চিন্তার ওপর ভিত্তি করে নিয়ে থাকেন। আপনার কাজের পদ্ধতি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তবে এ জন্য লক্ষ্য অর্জনে কোনো সমস্যার আশঙ্কা থাকে না। আপনি সবসময় ব্যর্থতাকে আলিঙ্গন করতে জানেন। যা আপনার সবচেয়ে বড় গুণ। এ কারণে আপনি কখনো হতাশও হন না।
এগারো বা এর বেশি ঘোড়া দেখলে: আপনি যদি প্রথম দেখায় ছবিতে এগারো বা এরও বিশ ঘোড়া দেখতে পান, তাহলে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। কোনো ছোট বিষয়ও আপনার দৃষ্টি এড়ায় না। এ জন্য মানুষজন আপনার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। তবে তারা ফলাফলের মাধ্যমে আপনাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়ে থাকেন। কেননা, আপনি কখন কোথায় থামবেন তা নিজেও জানেন না। কাজের ব্যাপারে আপনি অনেক খুঁতখুঁতে স্বভাবের। এটি অবশ্য আপনার বড় একটি গুণ। আবার এ কারণে অনেকের সঙ্গে আপনার সম্পর্কও খারাপ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।