আন্তর্জাতিক ডেস্ক: চকলেট অনেকের কাছে খুবই আদুরে খাবার। এর স্বাস্থ্যগুণও বেশ প্রবল। এতে যেমন ত্বক ভালো হয়, তেমনই আবার মজবুত হয় স্মৃতিশক্তি। ফলে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত চকলেট নির্দ্বিধায় চেখে দেখেন।
আজকের লেখাটা কিন্তু চকলেটে বৈচিত্রতা কিংবা এর উপকার নিয়ে নয়। চকলেটের তৈরি পোশাক নিয়ে! শুনতে অবাক লাগলেও সম্পূর্ণ চকোলেটের তৈরি পোশাক নিয়েই দুবাইতে অনুষ্ঠিত হল একটি ফ্যাশন শো।
সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই মলে চলছে তিন দিন ব্যাপী চকোলেট মেলা। নাম ‘সালন দু চকোলাট এট ডি লা পাতাসিয়েরে’। চকোলেট ও কেক নিয়ে বিশেষ কুশলতা রয়েছে, পৃথিবীর প্রথম সারির এমন ৩০ জন রন্ধনশিল্পী হাজির হয়েছেন এই উৎসবে। চলছে প্রায় ৫০ রকমের প্রদর্শনী। সারা পৃথিবী থেকে চকোলেটপ্রেমী মানুষ ও খাদ্য বিশারদরাও হাজির হয়েছেন এই বিরল অনুষ্ঠানে।
এই মেলাতেই বিভিন্ন রকমের চকোলেট দিয়ে তৈরি পোশাক পরে মঞ্চে হাঁটলেন মডেলরা। চকোলেট দিয়ে তৈরি শিল্প কর্মগুলির পিছনে রয়েছেন ফরাসি-তিউনিশিয়ান শিল্পী ইদ্রিস বি। ১৯৯৪ সালে প্যারিস শহরে এই ধরনের সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয় বলে খবর। পশ্চিম এশিয়ায় এর আগে কেবল বেইরুটেই এই ধরনের মেলা আয়োজিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।