বিনোদন ডেস্ক : আজ থেকে বছর দুয়েক আগের ঘটনা অন্যান্য অনেক ভাইরাল ঘটনা মতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি নাম রানু মন্ডল। তার সুমধুর কন্ঠস্বর তাকে রানাঘাট স্টেশন থেকে পৌঁছে দিয়েছিল মুম্বাইতে।
সেখানেই হিমেশ রেশমিয়ার তত্ত্বাবধানে বেশ কয়েকটি গান গেয়ে ফেলেছিলেন রানু মন্ডল। কিন্তু একাধিক বেফাঁস মন্তব্য ও দুর্ব্যবহারের ফলে তার গুণের কদর ক্রমে ট্রোলিং পরিবর্তিত হয়।
সঙ্গীতজগত থেকে রানু মন্ডল হারিয়ে গেলেও বিভিন্ন কারণে খবরে উঠে আসেন তিনি। মাঝে মাঝে হন ভাইরাল। সঙ্গে তাকে নিয়ে শুরু হয় রসিকতা। এবারেও সম্প্রতি নাচ করে চর্চাই উঠে এলেন তিনি। শুধুই কি নাচ তার সঙ্গে তিনি যে ভালোমতো অভিনয়, নানান আদবকায়দা শিখে গিয়েছেন তাও প্রমান হল।
সম্প্রতি জাস্টিন ইমরান নামের এক ইউটিউবার তার সাথে হিন্দি বলিউড গানের তালে ইউটিউব এর শর্ট ভিডিও বানিয়েছেন রানু। ভিডিও দেখা যাচ্ছে “হাম লাখ ছুপায়ে পেয়ার মাগার” গানের তালে লাল রঙের নাইটি জ্যাকেট পরে চোখে স্টাইলিশ সানগ্লাস লাগিয়ে গানে নাচে মেতে উঠেছেন রানুদি।
Ranu mandal pic.twitter.com/svTWD2ZNHL
— Bengal Trend (@TrendBengal) January 25, 2022
শুধুই যে ইউটিউবারের সঙ্গে গান নাচ করেছেন তাই নয় সঙ্গে হাত নাড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে অভিনয়টাও সমানতালে করেছেন। এমনকি ভিডিওতে পুরো নায়িকার মত ওই যুবকের হাত ধরে আসতে দেখা গেছে তাকে।
মাঝে রানুর গলায় ওই দুইকলি গান শুনে বেজায় খুশি হয়েছেন দর্শকরা। এরকম প্রাণখোলা রানু মন্ডলকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। তবে অনেকেই রসিকতা, ট্রোল করতেও ছাড়েননি। সমালোচনা হোক বা প্রশংসা মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই ভাইরাল রানু মন্ডল ও এই ইউটিউবারের ভিডিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।