লাইফস্টাইল ডেস্ক : চোখের নিচের কালো দাগ পড়া খুবই বিরক্তিকর একটি সমস্যা। রাত জাগা, অতিরিক্ত মানসিক চাপ ইত্যাদি কারণে চোখের নিচে দাগ পড়ে। যদি একবার এই দাগ পড়ে যায়, তবে এর থেকে রক্ষা পাওয়া খুবই কষ্টকর।
তবে খুব সহজ একটি উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাও একদমই ঘরোয়া একটি উপায়ে। এতে ত্বকের কোনো ক্ষতিও হবে না। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
যা যা লাগবে: আলু ও শসা।
তৈরি ও ব্যবহার পদ্ধতি
> প্রথমে শসাটিকে না ছিলে একটা গ্রেটারে গ্রেট করে নিন। তারপর একটা পরিষ্কার কাপড়ের সাহয্যে এর রস ছেকে নিন। তারপর আলুটিকে গ্রেটারে গ্রেট করে নিন। এবার একইভাবে আলুর রস একটা কাপড়ের সাহায্যে বের করে নিন।
> তারপর এক টুকরো তুলো নিয়ে প্রথমে আলুর রস দিন, তারপর বাড়তি রসটা চেপে বের করে দিন। এটি চোখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর তুলাটি উল্টে আরো ১০ মিনিট রাখুন।
> এবার একই ভাবে শসার রসটাও ব্যবহার করুন।
> চোখের পুরো অংশে তুলা লাগিয়ে নিন। যাতে কোনো অংশ ফাকা না থাকে। এটি সপ্তাহে দুই বার করুন, নিয়মিত ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।