জুমবাংলা ডেস্ক : জীবজন্তুদের শিকারের নানা ভিডিও রয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এই সমস্ত ভিডিও দেখে অনেক সময় নেটিজেনরা আতকে উঠেছেন। তবে অধিকাংশ নেটিজেন এই ঘটনাকে স্বাভাবিক বলে নিজেকে সান্ত্বনা দিয়েছেন। কিছু মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি শিকারের ভিডিও আপলোড করা হয় যা দেখে অবাক হয় গোটা নেট দুনিয়ার মানুষ। শিকারের বহু ভিডিও ইন্টারনেটে থাকলেও এরকম ভিডিও নেটিজেনরা আগে দেখেনি বলে মন্তব্য করেছেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে শিকারি হিসেবে দেখা যায় এক সোনালী ঈগলকে। সম্পূর্ণ ভিডিওটিতে দেখা যায় তৃণভূমিতে একটি শিয়ালকে দেখে তার পিছনে ছুটতে থাকে সেই ঈগল এবং সুযোগ বুঝে ঈগল তার তীক্ষ্ণ নখ দিয়ে ছো মেরে শিয়ালকে তুলে নিয়ে যায়। এমন সাংঘাতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা জানিয়েছেন তাঁরা অবাক দৃশ্যে দেখেছেন ঈগলের এমন শিকার পদ্ধতি।
আমরা সকলেই জানি তৃণভূমি, পশু, মানুষ সবকিছু একটি খাদ্যচক্রের মাধ্যমে চলে। অর্থাৎ একশ্রেণীর জীব অন্য শ্রেণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে বেঁচে থাকে। চিল, শকুন, ঈগল ইত্যাদি পাখি পশুদের খাদ্য হিসেবে গ্রহণ করলেও মূলত তারা মৃত পশুদের কে খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু ঈগল এভাবে জীবন্ত শিয়ালের পিছনে ধাওয়া করে তাকে শিকার করবে এই দৃশ্য ইন্টারনেটে বিরল।
‘IVM Sky Animals’ নামক ইউটিউব চ্যানেল থেকে ৬ মাস আগে ভিডিওটি আপলোড করা হয়েছে। তারপর সেখান থেকে শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। ভিউজ বাড়তে বাড়তে বর্তমানে এই ভিডিওটি আবার ভাইরাল হয়েছে। এখনো পর্যন্ত প্রায় ১১ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এবং প্রায় ৪০০০ মানুষ লাইক করেছেন ভিডিওটি। ঈগল যে কতটা দক্ষ শিকারি তা নিয়ে নেটিজেনরা আলোচনা করেছেন ভিডিওটির কমেন্ট সেকশনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।