চোখের পলকে বদলে যায় এই গাড়ির রঙ, নীতা আম্বানির এই গাড়ির দাম জানলে অবাক হবেন

নীতা আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় সহজেই জায়গা করে নেবেন মুকেশ আম্বানি। তিনি ও তার পরিবার এক কথায় বিলাসবহুল জীবনযাপন করেন।

নীতা আম্বানি

আম্বানি পরিবারের সকলেই তাদের নিজেদের শখ পূরণ করতে দ্বিধাবোধ করেন না। তেমনই আম্বানি পরিবারের এক সদস্য নীতা আম্বানি যিনি নিজের শখ পূরণ করতে কোটি কোটি টাকা খরচ করতে থামেন না।

জিনিসটির দাম প্রচুর হলেও তা যদি নীতার শখের মধ্যে থাকে তবে তিনি তা কিনতে ছাড়েন না। এর পাশাপাশি তার রয়েছে স্টাইলিং-এর প্রতি দুর্বলতা। তাকে সবসময় দেখা যায় নানান ধরনের দামি পোশাকে। সঙ্গে দামি জুয়েলারি, মানানসই জুতো সবকিছু মিলিয়ে নীতা আম্বানির জীবনযাপন সোনায় মোড়ানো।

সাজগোজের জিনিসের প্রতিও রয়েছে তার শখ। তাতেও তিনি কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে পারেন। এর পাশাপাশি তার রয়েছে গাড়ির প্রতি শখ। তাই তো তার গ্যারেজে রয়েছে চোখ ধাঁধানো সব গাড়ি। তার মধ্যে একটি গাড়ি হল Audi9 Chameleon।

আপনজনদের কাছেও এই ৭টি কথা মেয়েরা স্বীকার করে না

নীতা আম্বানির এই গাড়িতে রয়েছে একাধিক চোখ ধাঁধানো ফিচার্স। যা শুনলে আপনিও অবাক হবেন। এই বিলাশবহুল গাড়িতে রয়েছে একাধিক বৈশিষ্ট্য। এই গাড়িতে রয়েছে একটি বৈদ্যুতিক পেইন্ট সিস্টেম। যেটির সাহায্যে গাড়িটির বাইরের রং পরিবর্তন করা যায়। গাড়িটির দাম জানা গিয়েছে, প্রায় ৯০ কোটি টাকা।