তোমার স্পর্শ চোখ বন্ধ করলেই টের পাই : শরিফুল রাজ

শরিফুল রাজ

বিনোদন ডেস্ক : ব্যাক্তিগত জীবন নিয়ে আলোচনায় উঠে আসে ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি পরীমণি ও শরিফুল রাজ। এরপর থেকেই তারা আলাদা থাকছেন। তবে অভিনেত্রীর সঙ্গেই থাকছেন তাদের একমাত্র পুত্রসন্তান রাজ্য। এই তারকা দম্পতির একমাত্র ছেলে গত ২-৩ দিন ধরে অসুস্থ।

শরিফুল রাজ

রাজ্যকে নিয়ে হাসপাতালে দৌঁড়াতে হয়েছে মা পরীমণিকে। কিন্তু এ সময় ছেলের পাশে দেখা যায়নি রাজকে। একা একা ছেলে রাজ্যকে সামলাতে খানিকটা বেগ পোহাতে হয়েছে পরীকে। তবে বর্তমানে ছেলে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন নায়িকা। অসুস্থ ছেলের পাশে রাজকে দেখা না গেলে মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলেকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেন নায়ক।

পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে, তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক। আম্বাকে একশ কোটি চুমু দিও।’ এর আগে একই দিন নিজের ভেরিফায়েড পেজে পরীমণি লেখেন, ‘আমার পদ্মফুল আজ ভালো আছে। সুস্থ হয়ে উঠেছে বেশ। কতদিন পর আজ আম্বার সঙ্গে সে একটু দুষ্টু দুষ্টু খেলেছে। শুকরিয়া।’

পেটের দাগ লুকাতে যা করেছিলেন মিমি, ভাইরাল ছবি

পরীমণি ও রাজ বর্তমানে আলাদা থাকছেন। এ কারণে ছেলে রাজ্যকে আর আগের মতো কাছে পান না রাজ। তবে শারীরিক দূরত্ব থাকলেও মানসিকভবে ছেলের প্রতি ঠিকই বাবার ভালোবাসা রয়েছে অভিনেতা রাজের। আর তার ফেসবুক পোস্টে সেটাই স্পষ্ট।