বিনোদন ডেস্ক : এক হাজারের বেশি নারী নৃত্যশিল্পী। তাদের মধ্যমণি শাহরুখ খান। বিশাল পরিসরে সেট বানিয়ে হলো শুটিং। সেই চমকপ্রদ গান অবশেষে এলো প্রকাশ্যে। এর নাম ‘জিন্দা বান্দা’। শাহরুখের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’র প্রথম গান। সোমবার (৩১ জুলাই) দুপুরে এটি অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও প্রকাশ করা হয়েছে গানটি। এতে শাহরুখের সঙ্গে হাজারো নৃত্যশিল্পী ছাড়াও দেখা গেছে অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও প্রিয়ামনিকে। তবে সবার নজর যে কিং খানের দিকে, তা বলা বাহুল্য।
৫৭ বছর বয়সী শাহরুখ এই গানে যে পারফর্মেন্স দিয়েছেন, তা চোখ ধাঁধানো তো বটে, অবিশ্বাস্যও। এই সময়ের তরুণ নায়কদের কাছ থেকেও এমন ধামাকাদার গান খুব একটা পাওয়া যায় না। গানটির শুরুতে শাহরুখকে বলতে শোনা গেছে, ‘আদর্শ যখন ঝুঁকিতে পড়ে, তখন লড়াই করা আবশ্যক। এই লড়াই তোমাকে বাঁচিয়ে রাখবে।’
এই কথাটি কবি ওয়াসিম বারেলভির লেখা। তাকে কৃতজ্ঞতা জানিয়ে শাহরুখ বলেছেন, ‘ওয়াসিম বারেলভি সাহেবকে ধন্যবাদ তার চমৎকার এই কথা কিছুটা পরিবর্তন সাপেক্ষে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। গানটি লিখেছেন ইরশাদ কামিল এবং মিউজিক করেছেন আমার প্রিয় বন্ধু অনিরুদ্ধ।’
সময়ের হিট মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ রবিচন্দর বলেন, “মহামারির পর ওটিটি যখন মাথা তুলে দাঁড়ালো, তখন হিন্দি নাকি তামিল কোনও বিষয়ই না। যদি কোনও গান হিট হয়, এটি সব প্ল্যাটফর্মেই ভাইরাল হয়ে যায়। ভাষার প্রতিবন্ধকতা ভেঙে গেছে, আমার প্রথম গান ‘কলাভেরি’ দিয়ে সেটা প্রমাণ করেছিলাম।”
উল্লেখ্য, ‘জাওয়ান’ নির্মাণ করেছেন তামিল নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেথুপতি, সুনীল গ্রোভার, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, রিধি ডোগরা প্রমুখ। অতিথি চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন ও থালাপতি বিজয়। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।