চলছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখুন সরাসরি

surjo grahon

আন্তর্জাতিক ডেস্ক : বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ চলছে। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে।

surjo grahon

সোমবার (৮ এপ্রিল) মেক্সিকোর স্থানীয় সময় বেলা পৌনে ১১টা (বাংলাদেশ সময় রাত পৌনে ১১টা) থেকে বিরল এ সূর্যগ্রহণ দেখা যায়।

বিরল এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখুন :

Watch NASA's Total Solar Eclipse Live Stream| Eclipse in America | US News Live |  ET Now

এরপর চাঁদের ছায়া ধীরে ধীরে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হবে এ সূর্যগ্রহণ।

অনলাইন কেনাকাটায় ভুলেও যা করবেন না

সূর্যগ্রহণের সময় রাত হওয়ায় বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে এটি দেখা যাবে না। তবে প্রযুক্তির কল্যাণে ৫০ বছরের মধ্যে দীর্ঘতম এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সরাসরি উপভোগের সুযোগ পাবেন বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ।