জুমবাংলা ডেস্ক : চলতি বছর হজে যেতে সরকারিভাবে দু’টি প্যাকেজ ও বেসরকারিভাবে একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এই ঘোষণা দেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজে যাওয়ার জন্য সরকারিভাবে দু’টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে। আর প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
মন্ত্রী আরও বলেন, ‘এবার ৬৫’র বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। এ রকম আবেদন পড়েছে ১০ হাজার। তারা হজে যেতে পারবেন না।’
অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪ লাখ ৫৬ হাজার ৫৩০ টাকা প্রস্তাব করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।