বিনোদন ডেস্ক : করোনা সংকটের পর গত বছর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছন্দ ফিরেছে। তবে সেটা ভারতীয় দক্ষিণী সিনেমার বদৌলতে। যেখানে বলিউড পুরোপুরি ব্যর্থ। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পায় ‘পাঠান’। শাহরুখের এই সিনেমা মুক্তির পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বলিউড। কারণ বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে এটি।
পাঠান ছাড়াও আরো বেশি কিছু বলিউডে সিনেমা চলতি বছর মুক্তি পেয়েছে। কিন্তু সেসব সিনেমা বক্স অফিসে ব্যর্থ। চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের ব্যর্থ সিনেমাগুলো নিয়ে এই প্রতিবেদন।
শেহজাদা
কার্তিক আরিয়ান ও কৃতি শেঠি অভিনীত সিনেমা ‘শেহজাদা’। রোহিত ধাওয়ান পরিচালিত এই সিনেমা চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। কিন্তু ৬৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করে মাত্র ৪৭ কোটি রুপি।
সেলফি
বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পায় অক্ষয় অভিনীত ‘সেলফি’। চলতি বছর মুক্তিপ্রাপ্ত এটি অক্ষয়ের প্রথম সিনেমা। কিন্তু এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমার শুরুটাই ভালো হয়নি। প্রথম দিনে টেনেটুনে ৩ কোটি রুপিও আয় করতে পারেনি। সর্বশেষ বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করে ২৩ কোটি রুপি।
কুত্তে
অর্জুন কাপুর অভিনীত সিনেমা ‘কুত্তে’। আসমান ভরদ্বাজ পরিচালিত এ সিনেমা গত ২৪ জানুয়ারি মুক্তি পায়। কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, নাসিরুদ্দিন শাহ, টাবুর মতো শিল্পীরা এতে অভিনয় করেন। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। সিনেমাটি বক্স অফিসে ৫ কোটি রুপি আয় করতে পারেনি।
গুমরাহ
আদিত্য রায় কাপুর অভিনীত সিনেমা ‘গুমরাহ’। বর্ধন কেতকর পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন ম্রুনাল ঠাকুর। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা গত ৭ এপ্রিল মুক্তি পেয়েছে। কিন্তু বক্স অফিসে সিনেমাটির দৌড় ইঁদুর গতিতে চলছে। কারণ তিন দিনে এ সিনেমায় আয় করে মাত্র ৩.৮০ কোটি রুপি।
‘বেশারাম রাঙ্গ’ এর তালে দুর্দান্ত বেলি ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী, ভাইরাল ভিডিও
এছাড়াও আরো বেশ কয়েকটি বলিউড সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে— ‘জুইগাটো’, ‘ভিড়’, ‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মোহাব্বত’, ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ প্রভৃতি। কিন্তু এসব সিনেমাও বক্স অফিসে ব্যর্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।