স্পোর্টস ডেস্ক : বর্ণবাদ বিরোধী প্রচারণার উদ্দেশ্যে চলতি মাসের শেষ সপ্তাহে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। প্রীতি ম্যাচ হলেও এই লড়াইকে তারা আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে। চলতি মার্চেই স্প্যানিশরা মোকাবিলা করবে দুই লাতিন আমেরিকান দেশ ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে। আসন্ন ম্যাচ দুটির জন্য চমক রেখে স্পেন স্কোয়াড ঘোষণা করেছে।
শুক্রবার (১৬ মার্চ) এক বিবৃতিতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ২৬ মার্চ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ২২ মার্চ এ স্কোয়াড নিয়ে কলম্বিয়ার বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। ইউরোর আগে এ দুই ম্যাচের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে চায় স্প্যানিশরা।
ইনজুরির কারণে এ দুই ম্যাচের স্কোয়াডে নেই বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাবি। প্রথমবার দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসি। কলম্বিয়া বা ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পেলে কুবারসি হবেন স্পেন জাতীয় দলে খেলা সবচেয়ে কম বয়সী ডিফেন্ডার।
তবে দলের সবচেয়ে কমবয়সী ফুটবলার হওয়ার সুযোগ নেই তার। কারণ গত বছরের সেপ্টেম্বরেই মাত্র ১৬ বছর বয়সে স্পেন জাতীয় দলে অভিষেক হয় বার্সার আরেক বিস্ময় বালক লামিন ইয়ামালের। জর্জিয়ার বিপক্ষে ওই ম্যাচে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোলের রেকর্ডও করেন তিনি। স্পেনের হয়ে ইতোমধ্যে চার ম্যাচে খেলে দুই গোল করা এ উইঙ্গারও আছেন কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।
এদিকে কুবারসি ছাড়াও অ্যাতলেটিক ক্লাবের হয়ে খেলা ২৪ বছর বয়সী সেন্টারব্যাক ড্যানিয়েল ভিভিয়ানকেও প্রথমবারের মতো স্পেন দলে ডাকা হয়েছে। দলে ফিরেছেন অ্যালেক্স বায়েনা, পাবলো সারাবিয়া ও জেরার্ড মোরেনো।
কলম্বিয়ার বিপক্ষে আগামী ২২ মার্চ লন্ডনে আর চার দিন পর মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ব্রাজিলের মোকাবিলা করবে স্পেন।
ব্রাজিল ও কলম্বিয়া ম্যাচের জন্য স্পেন দল :
গোলরক্ষক: উনাই সিমোন, ডেভিড রায়া, অ্যালেক্স রেমিরো
ডিফেন্ডার: পেদ্রো পোরো, পাউ কুবারসি, লে নরম্যান্ড, লাপোর্তে, পাউ তোরেস, গায়া, গ্রিমালদো, ভিভিয়ান, কারভাহাল ও জেসুস নাভাস
মিডফিল্ডার: রদ্রিগো, জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফ্যাবিয়ান, সানচেট ও অ্যালেক্স বায়েনা
সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ফিচার, বাজার কাঁপাতে আসছে টেকনোর নতুন স্মার্টফোন
ফরোয়ার্ড: মোরাতা, জোসেলু, নিকো উইলিয়ামস, দানি অলমো, পাবলো সারাবিয়া, লামিনে ইয়ামাল, জেরার্ড মোরেনো ও ওয়ারজাবাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।