স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের দামামা বেজে গেছে আগেই। উন্মাদনা ছড়িয়ে পড়েছে টাইগার ভক্তদের মাঝেও। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় বাড়তি মাত্রা পাচ্ছে কেমন হবে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি? বিশ্বমঞ্চ বলেই টাইগারদের জার্সিতে আবহমান বাংলার ইতিহাস আর ঐতিহ্যকে বিশেষ স্থান দেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বিসিবিও বলছে, পূর্বের ভুল থেকে শিক্ষা নেয়ার সঙ্গে সমালোচনা এড়াতে এবার জার্সির ডিজাইনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব।
সাল ১৯৯৯ থেকে ২০১৯; দুই দশকে ছয় টুর্নামেন্ট। স্বপ্নের বিশ্বকাপ; সঙ্গে থাকছে আবেগের জার্সি।সময়ের পরিক্রমায় প্রতিবারই বদলেছে জার্সির রং, ধরন ও ডিজাইন। আগ্রহ বেড়েছে ভক্তদের। দরজায় বাজছে আরো এক বিশ্বকাপের দামামা। ক্ষণগণনা শুরু হয়ে গেছে আগেই। সাকিব-শান্তদের পাশাপাশি তাই অধীর আগ্রহে টাইগার ভক্তরা। দিন গুনছেন কবে জানা যাবে, কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি।
এর আগে, বিভিন্ন বিশ্বকাপে টাইগারদের জার্সি নিয়ে সমালোচনা কম হয়নি। অনলাইন থেকে ডিজাইন চুরির অভিযোগ, কিংবা তীব্র দাবির মুখে নকশায় পরিবর্তন – সবই হয়েছে। অথচ বিশ্বকাপের জার্সিতে মুন্সিয়ানা দেখিয়েছে অন্য দেশগুলো। প্লাস্টিক বর্জ্য থেকে শ্রীলঙ্কার পরিবেশ বান্ধব জার্সি, অস্ট্রেলিয়ার জার্সিতে দেশটির শেকড়ের গল্প, নিউজিল্যান্ডের নব্বইয়ের রেট্রো কিংবা টিম ইন্ডিয়ার রংয়ের বাহার। আর এখানে অনেকটাই সাদামাঠা বিসিবি।
জার্সি ডিজাইনার সেজান লিংকন বলেন, ‘বাংলাদেশ যেহেতু সংস্কৃতির দেশ, তাই জার্সিটাও হওয়া উচিত সংস্কৃতি-মিশ্রণ। যদি আমরা আগামী দুবছর কিংবা চার বছরের বিশ্বকাপের কথা মাথায় রেখে কাজ করি, তাহলে বাংলাদেশের জার্সি নিয়েও সবার বেশ আগ্রহ থাকবে। এ জার্সি ডিজাইনিং কিন্তু পর্যটনের দিক থেকেও আমাদের সাহায্য করবে। আমরা যদি আমাদের জার্সিটাকে অন্যের কাছে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলে অনেকেই কিন্তু এ দেশে আসবে আমাদের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য। এ জার্সি ডিজাইনিংটা আমাদের দেশকে রিপ্রেজেন্টেটিভ করবে।’
বিশ্বকাপের জার্সি নিয়ে বিশেষ ভাবনা আছে বিসিবিরও। তবে সময় স্বল্পতার কারণে পরিকল্পনায় আসছে কিছু রদবদল। তবুও কর্তাদের বিশ্বাস, এবারের টাইগার জার্সিতে থাকছে চমক।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই আমাদের জার্সি সবাই গ্রহণ করুক। এখন আমাদের কাছে সময় কিছুটা কম। তবে আমরা চেষ্টা করব কয়েকজনের কাছ থেকে ডিজাইন নিতে। তা থেকে যে ডিজাইনটা সবাই গ্রহণ করবে, তার থেকেই আমরা ডিজাইনটা নেব।’ উল্লেখ্য, বিশ্বকাপের জার্সি টুর্নামেন্ট শুরুর কমপক্ষে সপ্তাহ দুয়েক আগে জমা দিতে হয় আইসিসির কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।