চঞ্চল ভাইয়ের সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না : নাবিলা

Nabila

বিনোদন ডেস্ক : ৮ বছর আগে যখন আয়নাবাজি মুক্তি পায় তখন সামাজিক যোগাযোগমাধ্যমের এতটা প্রভাব ছিল না। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা নিয়ে তুমুল চর্চা হয়। তুফানের বেলায় সেটা মারাত্মকভাবে উপলব্ধি করলাম।’—কথাগুলো বলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।

Nabila

এই ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত শাকিব খানের ‘তুফান’ সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নাবিলা। শুধু তাই নয়, আয়নাবাজির পর দীর্ঘ বিরতি শেষে ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আবার আলোচনায় এসেছেন তিনি।

এদিকে সিনেমাটির মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে যাচ্ছেন নাবিলা। তুফান দেখতে আসা দর্শকদের সাড়া পেয়ে বেশ আপ্লুতও এই অভিনেত্রী। নাবিলার কথায়, ‘দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে। সিনেমাটিতে শাকিব খান নায়ক। তাই সিনেমাটি যখন শুরু করি, তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না।’

সিনেমা হল থেকে দর্শক ভালোবাসা পেয়ে আপ্লুত নাবিলা বলেন, ‘আমরা হলে হলে ঘুরছি আর বিচিত্র রকম অভিজ্ঞতা হচ্ছে। এক মহিলা তো আমাকে পেয়ে জড়িয়ে ধরতে চাইলেন। দর্শকদের এমন আরো অনেক ভালোবাসা সরাসরি পেয়েছি, অনুভব করেছি।’ এছাড়াও তুফানে যুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে নাবিলা বলেন, ‘প্রথম যখন তুফান ছবির সংবাদ সম্মেলন করা হয় তখন একটা গেট-টুগেদার হয়। সেখানে পরিচালক রায়হান রাফির সঙ্গে আমার দেখা হয়। তখন রাফি আমাকে তার অফিসে যেতে বলেন, জানান আমাকে নিয়ে তিনি ওই ছবির জন্য ভাবছেন। পরে রাফি আমাকে চিত্রনাট্য ধরিয়ে দিয়ে পড়তে বলেন। চরিত্রটি আমার পছন্দ হয়। আমিও রাজি হয়ে যাই।’

অন্যদিকে তুফান সিনেমাটিতে নাবিলার আয়নাবাজির নায়ক চঞ্চল চৌধুরীও অভিনয় করেছেন। দ্বিতীয় ছবিতেও প্রথম ছবির নায়ক থাকার অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টি আমার জন্য বেশ আনন্দের। তবে মজার বিষয় হচ্ছে, তুফান সিনেমায় চঞ্চল ভাই থাকলেও শুটিংয়ে তার সঙ্গে আমার কোনো সিকোয়েন্স ছিল না।’

যে আত্মা কেউ দেখেনি, তার ওজন জানলে অবাক হবেন

উল্লেখ্য, এক সময় উপস্থাপক হিসেবেই পরিচিতি ছিল নাবিলার। তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দারুণ আলোচিত হয়েছিলেন তিনি। কিন্তু তারপর ৮ বছর পেরিয়ে গেলেও বড়পর্দায় তাকে দেখেনি দর্শকরা। অবশেষে তুফান সিনেমা দিয়ে সেই বিরতির অবসান ঘটালেন নাবিলা।