আন্তর্জাতিক ডেস্ক : চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়লো চোর। আর তার নাক ডাকার শব্দে ঘুম ভেঙে যায় মালিকের। চীনের ইউনান প্রদেশে ঘটেছে এই ঘটনা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, ওই চোর ঘরে ঢোকার সময় মানুষের আওয়াজ পান। তারপর অপেক্ষা করেন যে তারা কখন ঘুমায়। অপেক্ষা করতে করতে নিজেই ঘুমিয়ে যায় চোর।
ওই বাড়ির মালিকের নাম টাং। সংবাদমাধ্যমকে তিনি জানান, রাতে সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ করে কারও নাক ডাকার উচ্চ শব্দে ঘুম ভেঙে যায়। প্রতিবেশীর শব্দ ভেবে আবার ঘুমিয়ে যান তিনি।
পরে সন্তানের দুধের বোতল ধোয়ার জন্য ঘর থেকে বেরিয়ে খেয়াল করেন নাক ডাকার আওয়াজ আরো জোরে শোনা যাচ্ছে। টাং বুঝতে পারেন, শব্দটা আসলে প্রতিবেশীর ঘর থেকে নয়, তারই বাড়ির অন্য কক্ষ থেকে আসছে। একটু খোঁজাখুঁজির পরই পেয়ে গেলেন নাক ডাকার উৎস। চোরকে দেখেই পরিবার ও পুলিশকে জানান।
পুলিশ এসে চোরকে গ্রেপ্তার করে। তারা জানায়, চোরের নাম ইয়াং। এর আগে ২০২২ সালে চুরির অপারধে জেল খেটেছেন তিনি।
ইতিমধ্যে এই ঘটনা ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।