বিনোদন ডেস্ক : অস্কার মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার ঘটনার পর জন সম্মুখে দেখা যায়নি উইল স্মিথকে। এত দিন পর তার দেখা মিলল, তাও আবার ভারতে! শনিবার সকালে মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি।
উইল স্মিথের ভারত সফরে আসার পেছনের কারণ জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ারপোর্টে অভিনেতার সঙ্গে একজন ধর্মীয় নেতাকে দেখা গেছে। ভক্তদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলতে দেখা গেছে তাকে।
এক পাপারাজ্জি দাবি করেছেন, উইল স্মিথ জুহুর জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলে উঠেছিলেন। শনিবার মুম্বাই ছেড়েছেন তিনি। ভারতের সাথে উইল স্মিথের সম্পর্ক ভালো আগে থেকেই। এর আগেও অনেকবার ভারতে এসেছিলেন অভিনেতা। বেনারসের গঙ্গা আরতির ধর্মীয় নেতা সাধগুরুর সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন স্মিথ।
অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান-উপস্থাপক ক্রিস রককে চর মেরে আলোচনায়-সমালোচনায় অভিনেতা উইল স্মিথ। এর ফলশ্রুতিতে তাকে ১০ বছরের জন্য অস্কার অনুষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।