বিনোদন ডেস্ক : প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। নির্মাণের শুরু থেকে দারুণ আলোচনায় এটি। আগামী ১৬ জুন মুক্তি পাবে প্রভাস-কৃতির এই সিনেমা। এরই মধ্যে সিনেমাটির টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশ কিছু স্থানে চড়া মূল্যে বিক্রি হচ্ছে টিকিট।
টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম দিনের প্রথম শোয়ের বেশ কিছু টিকিট ২ হাজার রুপিতে বিক্রি হয়েছে। দিল্লির পিভিআর ভেগাস লাক্সে ২ হাজার রুপিতে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পিভিআর সিলেক্ট সিটি ওয়াক গোল্ডের সব টিকিট শেষ। এসব টিকিট ১৮০০ রুপিতে বিক্রি হয়েছে। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারের টিকিট ১৬৫০ রুপিতে বিক্রি হচ্ছে। অবশ্য, কিছু কিছু জায়গায় ২৫০ রুপিতেও সিনেমাটির টিকিট বিক্রি হচ্ছে। তবে এসব প্রেক্ষাগৃহ অতটা উন্নত নয়।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভের মেসন পিভিআর লিভিং রুমে ‘আদিপুরুষ’ সিনেমার টিকিট ২ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। কলকাতার ব্যাঙ্গালুরুর চিত্রও একই। তবে এ তুলনায় অনেকটা কম দামে টিকিট কেনা যাচ্ছে চেন্নাই এবং হায়দরাবাদে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ‘আদিপুরুষ’ সিনেমার হিন্দি থ্রি ডি ভার্সনের ২ কোটি ৮০ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। তেলুগু ভার্সনের ৬৪ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ৩ কোটি ৬৫ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।
তেলেঙ্গানা সরকারের নির্দেশনা উল্লেখ করে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির দিন ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম শো প্রদর্শিত হবে ভোর ৪টায়। এদিন ৬টি শো প্রদর্শিত হবে। সিনেমাটি মুক্তির প্রথম তিন দিন টিকিটির মূল্য ৫০ রুপি বেশি নিতে পারবে। মাল্টিপ্লেক্সগুলোতে থ্রিডি চার্জ ছাড়া ২৯৫ রুপিতে টিকিট বিক্রি করা যাবে।
ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।
তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তির মিছিলে রয়েছে আলোচিত এই সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।