চড়া মেকআপে সর্বনাশ হয়ে গেল অভিনেত্রী আদা শর্মার

অভিনেত্রী আদা শর্মা

বিনোদন ডেস্ক : 1920 হরর মুভি দেখে থাকলে নায়িকা আদা শর্মাকে চিনবেন। কারণ, তিনি কেরিয়ার শুরু করেছিলেন বিক্রম ভাটের ছবি 1920 দিয়ে। এই হরর মুভিটি বক্স অফিসে ভালো ব্যবসা করে এবং এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়নও পেয়েছিলেন।

অভিনেত্রী আদা শর্মা

মিষ্টি এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ছবি থেকে ভিডিও ও রিল আপলোড করেন প্রতিনিয়ত। রিসেন্ট কোনো মুভিতে তাকে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে তাকে নিত্য যাতায়াত করতে দেখা যায়। বর্তমানে, হিন্দি ছবিতে আদা’কে দেখা না গেলেও তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে তাকে জমিয়ে কাজ করতে দেখা গিয়েছে।

সম্প্রতি, আদা একটি ভিডিও আপলোড করেন ইনস্টাগ্রাম পেজে। একটি মেক আপ টিউটোরিয়াল দেখাচ্ছিলেন তিনি। কিভাবে গালে ফাউন্ডেশন মাখতে হয়, আই ল্যাশ কিভাবে চেপে আটকাতে হয়, এমনকি কোন কালারের লিপস্টিক মানানসই হবে ইত্যাদি ইত্যাদি। ভিডিওর সবটাই ঠিক আছে, কিন্তু, মেক আপ করার পর আদা যেই রূপ ধারণ করে সেই রূপ 1920র ভূতকে হারিয়ে দেবে। দেখুন অভিনেত্রীর মেক আপ করার অনবদ্য স্টাইল।

এক ফ্রেমে তিন প্রজন্ম, ভাইরাল ছবি