চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল: শিরিন শিলা

শিরিন শিলা

বিনোদন ডেস্ক : মুক্তির অপেক্ষায় এ প্রজন্মের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা অভিনীত সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’। আগামী ১৮ নভেম্বর প্রেক্ষাগৃহে উঠবে সিনেমাটি। এখানে শিরিন শিলাকে দেখা যাবে একেবারে ভিন্ন ঘরানার একটি চরিত্রে।

শিরিন শিলা

এই অভিনেত্রী বলেন, ‘গত দুই বছরে আমি যে কয়টি সিনেমাতে অভিনয় করেছি, তার মধ্যে ‘নদীর জলে শাপলা ভাসে’র চরিত্রটি আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ, এখানে আমি গ্রামীণ পটভূমিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির জন্য নিজেকে ভাঙার চেষ্টা করেছি।’

‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এখানে শিরিন শিলার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শিলা বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করাটা ছিল নতুন এক অভিজ্ঞতা। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন।’

শাহরুখের খালি গায়ের ছবি নিয়ে স্ত্রী গৌরির রসিকতা

২০১৪ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শিরিন শিলার। অভিষেকই তিনি পর্দা ভাগ করেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। পরবর্তীতে তাকে ডিপজল, ইমন, নিরবদের বিপরীতেও দেখা গেছে। মুক্তির অপেক্ষায় আছে এই নায়িকার ‘ঘর ভাঙা সংসার’, ‘বীরাঙ্গনা ৭১’সহ একাধিক সিনেমা।