ছোট্ট একটি রাস্তায় ঝুলন্ত চাকা, গাড়ি ঘুরিয়ে চমকে দিলেন চালক

গাড়ি ঘুরিয়ে চমকে

জুমবাংলা ডেস্ক : এই গাড়ির চালককে ইতিমধ্যেই ‘মাস্টার ড্রাইভার’ শিরোপা দিয়ে ফেলেছে ইন্টারনেট। অবশ্য ঝুঁকি নিয়ে এ ভাবে গাড়ি ঘোরানোর সমালোচনাও করেছেন অনেকে।

গাড়ি ঘুরিয়ে চমকে

এক চুল এদিক ওদিক হলে নির্ঘাৎ দুর্ঘটনা ঘটত। গাড়ির পিছনের দু’খানা চাকা রাস্তার কিনারা ছাড়িয়ে ঝুলছিল বাইরে। সেই জায়গা থেকে গাড়িটির মুখ সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে ফেললেন চালক। আর পুরোটাই হল কয়েক ছটাক রাস্তায়। যেখানে পাশাপাশি তিন জন লোক হাঁটলে চারজনের হাঁটার জায়গা হবে না।

টুইটারে ঘটনাটির ভিডিও প্রকাশ হয়েছিল। সেই ভিডিও দেখে আঁতকে উঠেছেন দর্শকেরা। তবে সেই সঙ্গে এক বাক্যে গাড়ির চালকের দক্ষতাও মেনে নিয়ে তাঁরা জানিয়েছেন, এই ক্ষমতা সাধারণ নয়। ড্রাইভারদের ‘গুরুদেব’ বলা চলে এঁকে।

পরীক্ষায় নকল ঠেকাতে পরীক্ষার্থীর মাথায় অদ্ভুত টুপি

সেই সূত্রেই ওই গাড়ির চালককে মাস্টার ড্রাইভার শিরোপা দিয়েছেন নেটাগরিকরা। তবে অনেকে ঝুঁকি নিয়ে এ ভাবে গাড়ি ঘোরানোর জন্য সমালোচনাও করেছেন চালকের। অনেকে আবার নিজেদের একই ধরনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন টুইটারে।