ছোট্ট ব্লাউজে খোলামেলা মনামী ঘোষ, তুমুল ভাইরাল ছবি

বিনোদন ডেস্ক : মনামী ঘোষের সৌন্দর্য দেখে বারবার তাঁর অনুরাগীরা প্রেমে পড়েন। অনুরাগীরা অনেক সময় এমন কথাও বলেন যে, একবার মনামীর ইনস্টাগ্রাম টাইমলাইনে একবার চোখ বোলালে নাকি আর নজর সরানোর কোনও উপায় থাকে না। এই কথা কতটা সত্য়ি, তা যাচাই করতে তো এই সুন্দরী অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে একবার দেখতেই হয়।

মনামী ঘোষ

সম্প্রতি কয়েকটি লুকের ছবি সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যে কোনও বোল্ড আউটফিটেও অভিনেত্রীকে যতটা সুন্দর দেখায়, একইভাবে মনামীর শাড়ি লুকও হয় দেখার মতোই। এই সিকুইন শাড়িতে কী অসাধারণ দেখাচ্ছে মনামী ঘোষকে। তাঁকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না। খোলা চুলে এই অভিনেত্রী যেন অপরূপা। তাঁর প্রশংসা যতই করা হোক, ততই কম পড়বে।

কেমন সেজেছিলেন মনামী? আপনাদের মনেও নিশ্চয়ই সেই প্রশ্ন এসেছে? একটি সুন্দর শাড়ি পরেছিলেন মনামী ঘোষ। এই টিল শেডের শাড়িতে অসাধারণ দেখাচ্ছিল মনামীকে।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও মনামীকে শাড়িতে দেখেছি আমরা। আর প্রতিবারই দারুণ দেখাচ্ছিল তাঁকে। এবারও তার অন্যথা হয়নি, তাই এবারও যখন মনামী এই সিকুইন শাড়িতে সাজলেন, অপূর্ব দেখাল তাঁকে।

সিকুইন কারুকার্য নজর কেড়েছিল

শাড়ির উপর সিকুইন কাজ করা হয়েছিল। হরাইজন্টাল স্ট্রাইপ প্যাটার্নে এই সিকুইন কাজ করা হয়েছিল শাড়িতে। মনোক্রম্য়াটিক টাচ দেওয়া হয়েছিল শাড়িজুড়ে। একরঙা সিকুইন কাজ এই শাড়িতে একটি ব্লিং এফেক্ট দিয়েছেল। এই ধরনের শাড়ি যে কোনও পার্টিতেই পরে যেতে পারেন আপনি। পার্টিওয়্যার হিসেবে চমৎকার মানায় এই ধরনের শাড়ি।

ব্লাউজটিও ছিল বেশ মানানসই। একই প্যাটার্ন ও ডিজাইন দেখা যায় এই ব্লাউজে। যা মনামীর লুককে মনোক্রম্যাটিক টাচ দিয়েছিল। চমৎকার ছিল এই ডিটেলিংটি।

মনামীর এই বোল্ড ব্লাউজ দেখে তাক লাগবে

যে ব্লাউজটি মনামী পরেছিেলন, তা ছিল যথেষ্ট বোল্ড। এই লুককে একটি হট টাচ দিয়েছিল। দেখে চোখ ফেরানো যায় না। ক্রপড প্যাটার্নে রাখা হয়েছিল মনামীর এই চোলিটি। যা অভিনেত্রীর টোনড মিডরিফকে হাইলাইট করেছিল।

এই ব্লাউজের লোকাট সেমি সুইটহার্ট প্যাটার্নের নেকলাইনটি ছিল অসাধারণ। এর সঙ্গে নুডল স্ট্র্যাপ দেওয়া হয়েছিল এই ব্লাউজে। এই ব্লাউজেও ছিল শাড়ির মতোই সিকুইন কারুকার্য। নুডল স্ট্র্যাপেও ছিল এই সিকুইন কারুকার্য।

আম্রপালির তৃষ্ণা মেটালেন নিরহুয়া, ভিডিও দেখে হুঁশ উড়ল ভক্তদের

এভাবেই চমকে দিলেন সবাইকে

শাড়ির সঙ্গে মানানসই মেকআপও নিয়েছিলেন অভিনেত্রী। চুল খোলাই রেখেছিলেন। নেকপিস পরেননি ঠিকই, কিন্তু কানের দুলজোড়া অভিনেত্রীর সৌন্দর্যকে কমপ্লিমেন্ট দিয়েছিল।

খোলা চুল, ঠোঁটের গাঢ় লিপশেড এবং আই মেকআপে মনমীর লুকটি আরও বেশি লাস্যময়ী দেখাচ্ছিল। এতটাই সুন্দর লাগছিল তাঁকে যে, চোখ ফেরানোর কোনও উপায় ছিল না। আপনার কেমন লাগল মনামীর এই লুক? কমেন্টে জানাতে ভুলবেন না।