ছোট পর্দায় ক্যারিয়ার শুরু হলেও বলিউড কাঁপিয়েছেন যে ৫ সুপারস্টার

নায়ক

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক খ্যাতনামা তারকা রয়েছেন, যারা ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন দর্শকমহলে। যাদেরকে একঝলক দেখার জন্য মুখিয়ে থাকে অনুরাগীরা। কিন্তু জানেন কি এর মধ্যে অনেক সেলিব্রেটিই রয়েছেন যারা ছোটো পর্দা থেকে কেরিয়ার শুরু করে আজ রীতিমত রাজ করছে বলিউডে। আজকের এই নিবন্ধে এমনই ৫ তারকার কথা বলবো যারা টেলিভিশন থেকে শুরু করে পৌঁছে গেছেন সফলতার শিখরে।

নায়ক

শাহরুখ খান : কেউ বলে কিং খান তো কেউ বলে বলিউড বাদশাহ, উপহার দিয়েছেন একাধিক হিট ছবি। জানেন কি রোমান্স কিং নামে খ্যাত এই অভিনেতা আজকের দিনে দাঁড়িয়ে বি টাউনে তার একচ্ছত্র রাজ করলেও নিজের কেরিয়ার শুরু করেছিলো টেলিভিশন দিয়ে। ‘ফৌজি’ এবং ‘সার্কাস’এর মতো টিভি শো’তে কাজ করেছেন শাহরুখ খান।

আর. মাধবন : কী তেলেগু কী হিন্দি সব জায়গাতেই তার সমান জাদু। সবসময়ই নিজেকে ভেঙেচুরে নিজের বেস্টটা নিংড়ে বের করে আনেন তিনি। জানিয়ে রাখি, সুপারস্টার আর মাধবন ১৯৯৩ সালে ‘অর বনেগা আপনা বাত’, ‘ঘর জামাই’ ইত্যাদির মতো টিভি শো দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন। পরবর্তীকালে ‘শান্তি শান্তি শান্তি’ নামক একটি ছবিতে মুখ্য ভূমিকায় আত্মপ্রকাশ করেন এই অভিনেতা।

আয়ুষ্মান খুরানা : ‘ভিকি ডোনার’ খ্যাত আয়ুষ্মান খুরানা আউট অফ দ্য বক্স সিনেমা করার জন্য বিশেষ পরিচিত। আয়ুষ্মান খুরানা বিগ এফএম-এ রেডিও জকি হিসাবে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং তারপরে এমটিভিতে ভিজে হয়েছিলেন। তিনি অনেক রিয়েলিটি শোতে অ্যাঙ্করিংও করেছেন। এছাড়াও কেয়ামত এবং এক থি রাজকুমারীর মতো শোয়েরও অংশ ছিলেন তিনি। আয়ুষ্মান তার কেরিয়ার শুরু করেছিলেন ২০১২ সালের ছবি ‘ভিকি ডোনার’ দিয়ে।

ইরফান খান : ‘সালাম বোম্বে’তে আত্মপ্রকাশ করার আগে, প্রয়াত অভিনেতা চাণক্য, ভারত এক খোজ, চন্দ্রকান্ত সহ একাধিক টিভি শোতে অভিনয় করেছিলেন। ১৯৮৮ সালে, ইরফান ‘সালাম বোম্বে’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউড জীবন শুরু করেন। কিন্তু এই ছবি তাকে বিশেষ কোনো স্বীকৃতি দিতে পারেনি। যদিও পরবর্তীকালে দূর্দান্ত সাফল্য পান তিনি।

৩৩ বছর পর জানলেন তিনি আসলে পুরুষ নন

সুশান্ত সিং রাজপুত : এই প্রয়াত অভিনেতা টিভির জনপ্রিয় মুখ ছিলেন। আজ হয়তো তিনি এই পৃথিবীতে নেই কিন্তু তাকে এখনও বলিউড ইন্ডাস্ট্রির টপ-লিস্টেড তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। অভিনেতা এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, ছিছোরে এবং কেদারনাথের মতো ছবিতে কাজ করেছিলেন। জেনে অবাক হবেন যে, সুশান্ত তার কেরিয়ার শুরু করেছিলো ২০০৮ সালে টেলিভিশনের মাধ্যমে। ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ শো-এর মাধ্যমে সুশান্ত বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর ২০০৯ সালে সম্প্রচারিত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ পরিচিতি পান তিনি।