ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি : দীঘি

দিঘী

বিনোদন ডেস্ক : সেলিব্রেটি ক্রিকেট লিগের (সিসিএল) অপ্রীতিকর ঘটনা এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা তুঙ্গে যা শোবিজ অঙ্গনের তারকাদের জন্য বিব্রতকর বলে মন্তব্য করছেন কেউ কেউ। এঘটনায় সিসিএল সাময়িক স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি। সিসিএল ঘটনায় বিব্রত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিও।

দিঘী

বিষয়টি নিয়ে দীঘি বলেন, ‘সিসিএলে দেখেছি ছোট পর্দার অনেক মানুষ। ছোট পর্দার মানুষ থাকা কোনো খারাপ না, তারাও সেলিব্রেটি। কিন্তু বড় পর্দা থেকে মানুষ না নেয়াটা খারাপ। বড় পর্দার মানুষ টিমে থাকলে তাকে বসিয়ে রেখে অন্যান্য মানুষকে খেলানোটা খারাপ।’

৪টি বদ অভ্যাস থাকলে টাকা কখনোই আপনার হাতে থাকবে না

কিছু প্রশ্ন রেখে তিনি বলেন,‘সিসিএল- এ সিনেমার আর্টিস্ট কয়জন আছে, আমাদের বড় পর্দার আর্টিস্ট কয়জন ছিলো? সেলিব্রেটি ক্রিকেট লিগ হওয়া উচিত ছিলো সেলিব্রেটিদের নিয়েই। আমি যাকে দেখবো, তাকেই যেন চিনতে পারি! এখানে যদি ডিওপি, এডিটর, এডি- এরা যদি ঢুকে পড়ে তাহলে তাদের খেলা কেনই বা দেখবে মানুষ?’