ছোট শিম্পাঞ্জির সঙ্গে বন্ধুত্ব করে খেলছে বাঘের বাচ্চা, ভাইরাল ভিডিও

শিম্পাঞ্জি ও বাঘের বাচ্চা

জুমবাংলা ডেস্ক : বাঘের সাথে শিম্পাঞ্জির বন্ধুত্ব এটা কোনোদিন সম্ভব? বনের মধ্যে সিংহ কিংবা হাতি থাকলেও বাঘ যে সবথেকে ভয়ঙ্কর তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শিম্পাজি সারাদিন নিজের মতো খেলা করে ও নিরীহ প্রাণী হিসাবেই চিহ্নিত করা যায়। সারাদিন আপন মনে বেঁচে থাকে তারা। কিন্তু এই অসম দুটি প্রাণীর কি বন্ধুত্ব হওয়া স্বাভাবিক? জানি আপনারা হয়তো এই বন্ধুত্ব বিশ্বাস করতে পারবেন না।

শিম্পাঞ্জি ও বাঘের বাচ্চা

কিছুদিন আগেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছিলো কতগুলি বাঘের বাচ্চাদের লালন পালন করছে একটি মা শিম্পাঞ্জি। তবে এবারের ভিডিওতে কিন্তু অন্যরূপ।

শিম্পাঞ্জি যে অনেক বড়ো এমন কিন্তু নয় শিম্পাঞ্জিটি নিজেও ছোট। সেই সাথেই বাঘের দুটি ছানাও এখনও বেশ ছোট। একটি সাদা ও একটি ডোরাকাঁটা দু রকমের বাঘকেই কিন্তু দেখা গেল একসাথে।

বাঘের ছানা দুটি কোনোভাবেই ছাড়ছে না শিম্পাঞ্জিকে। কার্যত টেনে নিয়ে আদর করছে ও খেলছে। সোশ্যাল মিডিয়ার দৌলতেই এই বিরল ঘটনা চোখের সামনে উঠে এসেছে যা আজ পর্যন্ত দেখা যায়নি। আপনাদের জানিয়ে রাখি Moksha Bybee নামের এক মহিলা যিনি এই শিম্পাঞ্জিটিকে পোষেন। তার একাউন্ট থেকেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে।

সিঁড়ির দেওয়াল বেয়ে উপরে উঠছে বিশাল আকৃতির সাপ, তুমুল ভাইরাল ভিডিও

এখনও পর্যন্ত ১২ মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। সবাই জানতে চেয়েছেন কিভাবে বাঘের সাথে শিম্পাঞ্জির বন্ধুত্ব হলো। বাঘ সবসময় খুবই হিংস্র কিন্তু এবার কিভাবে শিম্পাঞ্জির সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল তার কিনারা করতে পারেনি কেউই। কিন্তু অনেকেই কমেন্টে জানিয়েছেন ছোট বাঘ বলেই এটা সম্ভব হয়েছে। এই একাউন্টে কিন্তু শিম্পাঞ্জির দুর্দান্ত সব কেরামতির অন্য ভিডিও আছে যা আপনারা দেখতে পারেন।