ছোট সাইজ পছন্দ না যশের!

যশ ও নুসরাত

বিনোদন ডেস্ক : ‘কালো ছেলে’ বিতর্কের জেরে যশ দাশগুপ্ত আপাতত ইন্ডাস্ট্রির হটকেক। নবীন মহিলা প্রযোজক এণা সাহা ও পরিচালক শিলাদিত্য মৌলিক-এর সাথে হঠাৎই সব সম্পর্ক চুকিয়ে দেওয়ার পর এতদিন যাঁরা বলতে পারেননি, যশ বাজে অভিনয় করেন, তাঁরাও মুখ খুলেছেন। তবে যশ নির্বিকার। এমনিতেও কবেই বা তিনি যুক্তিপূর্ণ কথা বলেছেন। যশ আপাতত চিন্তিত তাঁর কফি কাপের সাইজ নিয়ে।

যশ ও নুসরাত

বহু বছর আগে, মুম্বই থেকে হঠাৎই কলকাতায় চলে এসে বেশ কয়েকজন প্রতিভাশালী অভিনেতাকে টপকে যশ হয়ে গিয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের নায়ক। সেই সময় কলকাতার ব্রেসব্রীজের ধারে একটি স্টুডিওতে চলত এই সিরিয়ালের শুটিং।

স্টুডিওর একটি মেকআপ রুম সদা সর্বদা ‘বুকড’ থাকত। সেই মেকআপ রুমে প্রায় সারাদিন একসাথেই কাটাতেন যশ ও এসভিএফ-এর ক্রিয়েটিভ ডিরেক্টর পুনম ঝা। মেকআপ রুমের নির্জনে হুক্কার সাথেই চলত তাঁদের প্রেমালাপ ও আরও অনেক কিছুই। স্পট বয় এসে মেকআপ রুমের দরজায় টোকা মেরে স্পেশ্যাল কফি দিয়ে যেতেন তাঁদের দুজনকে।

তবে এরপর গঙ্গা দিয়ে জল অনেকটাই গড়িয়েছে। বাজে অভিনয় করেও যশ এসভিএফ-এর অন্যতম মুখ। পুনমের জায়গায় এসেছেন নুসরত জাহান। ঠিক একই ভাবে যশের কফি কাপের পছন্দের সাইজ বদলে গিয়েছে।

মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছিলেন প্রসেনজিৎ

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম পোস্টে কফির মগ হাতে ছবি শেয়ার করেছেন যশ। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে যশ লিখেছেন, কেউই ছোট কাপে কফি খাওয়া পছন্দ করবেন না। নুসরত অবশ্য যশের এই ছবি দেখে ইমপ্রেসড। তিনি যশের অনস্ক্রিন কফি সার্ভ করার স্মৃতি রোমন্থন করেছেন।