ছোট টুল আর সিমেন্টের সাহায্যে তৈরি করে ফেলুন ছোট স্টোব

ছোট স্টোব

জুমবাংলা ডেস্ক : আমরা আমাদের প্রতি দিনকার জীবনে অনেক ধরনের ঘটনা দেখে থাকি কখনো কখনো সেই সমস্ত ঘটনাবলি আমাদের অ-বাক করে তোলে । আবার কখনো হতভম্ব করে তোলে । তার পাশাপাশি আমরা এটাও জানি যে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া হাসি-কান্না-রাগ -অভিমান একটি মিশ্র মাধ্যম এই সোশ্যাল মিডিয়া।

ছোট স্টোব

তাই যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা । বর্ষাকালে মাটির চুলায় রা০ন্না করতে অনেক সময় অসুবিধা হয়। যদি ছোট খাটো মাটির চুলার মত সিমেন্টের চুলা হয় ? তাহলে কেমন হয়? সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায়

YouTube video player

ছোট একটি টুলের সাহায্য তাতে সিমেন্ট দিয়ে অসাধারন কায়দায় বানিয়ে ফেলল ছোট খাটো সাইজের চুলা। এই চুলাকে চাইলে সুবিদা মত জায়গায় আনা নেয়া করতে ও পারবেন। চুলাটি দেখতে হুবহু গ্যাস স্টোবের মত। ভিডিওটি ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিয়ে চলছে অনেক প্রশংসা।