ঘোড়ার মাংস খেয়ে বিপাকে চৌধুরী, সমালোচনার ঝড়

pabna

জুমবাংলা ডেস্ক : মানুষের শখের যেন শেষ নেই। সেই শখ পূরণে তারা কত কিছুই না করেন। মাঝেমধ্যে পড়েন বিপাকেও। তেমনই দশা হয়েছে পাবনার মহিউদ্দিন চৌধুরীর। শখ করে ঘোড়ার মাংস খেয়ে এখন তিনি সঙ্গী-সাথীসহ এলাকা ছাড়া।

pabna

ঘটনাটি পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকলিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা গ্রামের। মহিউদ্দিন চৌধুরী ওই এলাকারই বাসিন্দা। তার ঘোড়ার মাংস খাওয়ার ঘটনা নিয়ে এলাকা তোলপাড়। হয়েছে সড়ক অবরোধ করে বিক্ষোভ।

জানা যায়, গত ২৯ জুন বেড়া শাহা পাড়ার মহিউদ্দিন চৌধুরী স্থানীয় মানিক হোসেন, আব্দুস সোবহান, হিরো আলমসহ কয়েকজনকে দিয়ে একটি ঘোড়া কিনে আনান। পরে সেটি হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চড় পেঁচাকোলা নদীর পাড়ে নিয়ে উল্লাস করে জবাই করেন। এরপর মাংস রান্না করে সবাই মিলে খান।

ঘোড়া জবাই থেকে শুরু করে মাংস রান্না ও খাওয়া পর্যন্ত গোটা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন মহিউদ্দিন চৌধুরী এবং তার সঙ্গীরা। তা দেখেই তেতে ওঠেন এলাকাবাসী। ক্ষোভে ফুঁসছেন সেখানকার বেশিরভাগ মানুষ।

তারই জেরে মঙ্গলবার পেঁচাকোলা চার মাথা মোড়ে এলাকাবাসী ঘোড়ার মাংস খাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। যার নির্দেশে ঘোড়ার মাংস রান্না হয়েছে এবং যারা খেয়েছেন- তাদের সবারই শাস্তি দাবি করেন তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ‘ঘোড়া জবাই করে মাংস খাওয়ার ভিডিওটি আমিও দেখেছি। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।’

মডেল মসজিদ নির্মাণে ঘুষ নিয়েছেন স্বামী, অভিযোগ স্ত্রীর

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ঘোড়া সংখ্যা এমনিতেই কম। তারপর যদি এভাবে এর মাংস খাওয়া শুরু হয়, তাহলে তো প্রাণীটি বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি ঘোড়ার মাংস খেতে নিরুৎসাহিত করব।’