Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ইউক্রেনে বড়দিনের তারিখ বদল
    আন্তর্জাতিক

    ইউক্রেনে বড়দিনের তারিখ বদল

    Sibbir OsmanDecember 24, 20233 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে ১৯১৭ সালের পর প্রথমবারের মতো ৭ জানুয়ারির পরিবর্তে ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপন করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির দক্ষিণাঞ্চলে তিনটি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে। খবর বিবিসি।

    বড়দিন

    দেশটির বিমান বাহিনী এক ঘোষণায় জানায়, খেরসন অঞ্চলে রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়। যেসব কর্মকর্তা রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছেন তাদের ধন্যবাদ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধবিধ্বস্ত খেরসন অঞ্চলে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি।

    তবে, রাশিয়ার বেশ কয়েক জন ব্লগার ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন। শুক্রবার রাতে এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনে যেসব রুশ পাইলট হামলা চালাচ্ছে এই ঘটনায় তারা সচেতন হবে যে, তাদের কেউই শাস্তির বাইরে থাকবে না।

       

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সম্ভবত বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এক ব্লগার জানিয়েছেন, রুশ যুদ্ধবিমানে থাকা জীবিত ও মৃত ক্রু সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

    ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে লড়াই চলছেই। এই সংঘাত থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মিত্র দেশগুলোর কাছ থেকে সহায়তা না পেয়ে বিপদে পড়ে যাবে কিয়েভ।

    সম্প্রতি ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ দেওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করায় এ সংক্রান্ত বৈঠক থেকে বের হয়ে যেতে হয় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে। এর প্রতিক্রিয়ায় ইইউয়ের পক্ষ থেকে ইউক্রেনকে দিতে যাওয়া ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ইউরোর সহায়তা প্রস্তাব আটকে দেন তিনি।

    এদিকে ১৯১৭ সালের পর প্রথমবারের মতো ৭ জানুয়ারির পরিবর্তে ২৫ ডিসেম্বর বড়দিন উদ্যাপন করতে যাচ্ছে ইউক্রেন। দেশটিতে মস্কোর প্রভাব নির্মূল করার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ইউক্রেন এই সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধ হোক বা শান্তি বড়দিন সবসময়ই আসে। তবে বছর ঘুরে ইউক্রেনে এই দিনটি এবার একটু তাড়াতাড়িই যেন আসছে। দেশটিতে এবার ২৫ ডিসেম্বর বড়দিন পালন করা হবে।

    ইউক্রেনের শত বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। সাধারণত রীতি অনুযায়ী, জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে বড়দিন পালন করে থাকে ইউক্রেনীয়রা। এই ক্যালেন্ডারে বড়দিনের তারিখ ৭ জানুয়ারি। এই দিনে ইউক্রেনের সঙ্গে রাশিয়াও বড়দিন পালন করে। দেশটির সঙ্গে সাংস্কৃতিক এ মিল থাকায় চলতি বছর জুলিয়ান ক্যালেন্ডারের তারিখের পরিবর্তে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ ব্যবহার করে বড়দিন পালন করতে যাচ্ছে ইউক্রেন।

    গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূলত পশ্চিমারা ব্যবহার করেন। পশ্চিমা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের ব্যবহারকে ইউরোপের সঙ্গে কিয়েভের এক সারিতে দাঁড়াবার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। চলতি বছর বড়দিন আগে থেকে শুরু হওয়ার ঘোষণার পর দেশটিতে ক্রিসমাসের প্রস্তুতিও তাই একটু আগেই শুরু হয়ে গেছে। বড়দিনকে সামনে রেখে ব্যস্ত হয়ে পড়েছে সাজসজ্জা প্রস্তুতকারী কারখানাগুলো। কিয়েভের বাইরে ছোট একটি শহর ক্লাভদিভো-তারাসোভ। শহরটির একটি সাজসজ্জা কারখানার কর্মীদের সঙ্গে বড়দিন নিয়ে কথা বলেছেন বিবিসির প্রতিনিধিরা।

    স্কুল ইউনিফর্মে শ্রীলেখা মিত্র চললেন কোথায়?

    পুরো সোভিয়েত ইউনিয়নকে সাজসজ্জার জিনিসপত্র সরবরাহকারী তিনটি সাজসজ্জার কারখানার মধ্যে একটি ছিল এই শহরে। বর্তমানে কারখানাটির বেহাল দশা। কারখানার একজন কর্মচারী লিওকাদিয়া। ১৯৭৮ সাল থেকে এই প্রোডাকশন লাইনে কাজ করছেন তিনি। লিওকাদিয়া বলেন, ‘আমাদের অনেক লোক ছিল এখন নেই।’ বছরের পর বছর ধরে ধীরে ধীরে উত্পাদন কমতে থাকার পর ২০২২ সালে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় কারখানাটি। তখন ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হয়। এর পরপরই এক মাসের জন্য রুশ বাহিনীর দখলে চলে গিয়েছিল অঞ্চলটি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক ইউক্রেনে তারিখ বড়দিন বড়দিনের বদল!
    Related Posts
    ইতালিতে অভিবাসনপ্রত্যাশী

    ইতালিতে তিন দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

    September 14, 2025
    golden

    দেখা মিলল বিরল সোনালি রঙের হাঙ্গর

    September 14, 2025
    Dubai

    দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশের রাশেদ

    September 14, 2025
    সর্বশেষ খবর
    Preparation for elections in another university

    অন্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচন প্রস্তুতি, কুবিতে এখনো ‘কমিটির ফাঁদে’

    ইতালিতে অভিবাসনপ্রত্যাশী

    ইতালিতে তিন দিনে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী

    নুরাল পাগলের মরদেহ

    নুরাল পাগলের মরদেহ পোড়ানোয় তেল ছিটানো ব্যক্তি গ্রেফতার

    boxed mac and cheese recall fda

    FDA Issues Nationwide Recall of Boxed Mac and Cheese Over Life-Threatening Allergy Risk

    ওয়েব সিরিজ

    নতুন ওয়েব সিরিজ আসছে, গল্পে থাকছে রোমাঞ্চ ও নাটকীয় মোড়!

    Charlie Kirk shooting

    Charlie Kirk’s Family: What to Know About His Siblings

    golden

    দেখা মিলল বিরল সোনালি রঙের হাঙ্গর

    Mets playoff hopes

    Mets’ 8-Game Skid Threatens Playoff Hopes

    ওয়েব সিরিজ

    এই ওয়েব সিরিজগুলোতে প্রেম আর রহস্যের মিশেল, দেখার আগে একা থাকুন!

    The Order of Giants DLC

    Order of Giants DLC Disappoints Players

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.