Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ক্রিসমাস দ্বীপের কাঁকড়ারা দল বেঁধে সাগরের দিকে ছুটে যায় কেন
    অন্যরকম খবর

    ক্রিসমাস দ্বীপের কাঁকড়ারা দল বেঁধে সাগরের দিকে ছুটে যায় কেন

    Saiful IslamJuly 23, 20235 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : বছরের নির্দিষ্ট একটা সময় জঙ্গল থেকে পিলপিল করে বেরিয়ে আসে লাল কাঁকড়ারা। একপর্যায়ে দ্বীপের রাস্তাঘাট লাল হয়ে যায় কাঁকড়ায়। পথে নালা, পাথর যা-ই পড়ুক না কেন, সব ডিঙিয়ে এরা ছুটে চলে সৈকতের দিকে। এমন আশ্চর্য দৃশ্য আপনার দেখার সৌভাগ্য হতে পারে অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে গেলে।

    ক্রিসমাস দ্বীপের মাঝখানের মাল ভূমির বড় অংশ জুড়ে রেইন ফরেস্ট। দ্বীপটিতে মোটামুটি উষ্ণমণ্ডলীয় জলবায়ু নজর কাড়ে। এখানে বর্ষা ও শুকনো দুই মৌসুমের প্রভাবই চোখে পড়ে। সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলে এখানকার বর্ষা আর শুকনো মৌসুম মে থেকে নভেম্বর। দ্বীপটিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করে তুলেছে এখানকার লাল কাঁকড়ার মাইগ্রেশন বা জঙ্গল থেকে ভারত মহাসাগরের দিকে যাত্রা।

    কাঁকড়ার সংখ্যা এত বেশি থাকে যে রাস্তাঘাটসহ এদের চলার পথ লাল হয়ে যায়। ছবি: ফেসবুক

    ১কোটি ২০ লাখের বেশি লাল কাঁকড়ার বাস ক্রিসমাস দ্বীপের রেইন ফরেস্টে। জঙ্গলের বিভিন্ন গর্ত আর পাথরের ফাটলে এরা থাকে। বছরের বড় একটা সময় নিজেদের আশ্রয়ের শীতল ছায়ায় বসবাস করে রেড ক্র্যাব বা লাল কাঁকড়ারা।

    বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টির সঙ্গে শুরু হয় কাঁকড়াদের যাত্রা। এটা সাধারণত ঘটে অক্টোবর-নভেম্বরে। তবে কখনো কখনো এটা ডিসেম্বর-জানুয়ারিতে গিয়ে ঠেকে।

    রাস্তা দিয়ে এই লাল কাঁকড়াদের যাত্রাটা দেখার মতো এক দৃশ্য। ছবি: ফেসবুক

    কিন্তু ঘটনা হলো, এসব লাল কাঁকড়া সাগরের দিকে ছুটে যায় কেন? লাল কাঁকড়ারা একসঙ্গে তাদের আস্তানা থেকে বের হয়ে সাগরের দিকে রওনা দেয় মিলিত হয়ে ডিম পাড়ার জন্য। সাধারণত পূর্ণিমার এক সপ্তাহ পর ডিম পাড়ে লাল কাঁকড়ারা। সময়টা ভোরের আগে আর সাগরে জোয়ার যখন শেষের পথে থাকে তখন।

    কাঁকড়ারা প্রথম বৃষ্টি ঝরা পর্যন্ত অপেক্ষা করে চলা শুরুর জন্য। তাই কখনো কখনো তাড়া থাকে তাদের। যদি ডিম পাড়ার উপযুক্ত সময়ের ঠিক আগে বৃষ্টি হয়, তবে তাদের দ্রুত চলতে হয়। তবে বৃষ্টি আগেই শুরু হয়ে গেলে সময় নিয়ে ধীরে-সুস্থে যেতে পারে। ভারত মহাসাগরের তীরে পৌঁছানোর পথে তখন তারা খাওয়ার জন্য বিরতি দেয়। যদি বৃষ্টি শুরু হতে বেশি দেরি হয়, তবে কিছু কাঁকড়া নিজেদের গর্তের আস্তানায় থেকে যায়। পরের মাসে সাগরের দিকে যাত্রা করে তারা।

    মৌসুমের প্রথম বৃষ্টির সঙ্গে সঙ্গেই যাত্রা শুরু হয় কাঁকড়াদের। ছবি: ফেসবুক

    তুলনামূলক বড় আকারের পুরুষ কাঁকড়ারা সাধারণত আগে সাগরতীরে পৌঁছায়। তবে দ্রুতই সংখ্যায় তাদের ছাড়িয়ে যায় স্ত্রী কাঁকড়ারা। মালভূমি থেকে কষ্টসাধ্য ভ্রমণের পর সাগরে একটা ডুব দিয়ে শরীর ভিজিয়ে নেয় কাঁকড়ারা। তারপর তীরের কাছেই বালুতে পুরুষ কাঁকড়ারা গর্ত খোঁড়ে। কাঁকড়ার সংখ্যা বেশি হওয়ায় গর্তগুলো খুব কাছাকাছি থাকে। কখনো কখনো গর্তের দখল নিয়ে মারামারিও বাঁধে পুরুষ কাঁকড়াদের।

    তারপর গর্তের কাছেই পুরুষ কাঁকড়ার সঙ্গে মিলিত হয় স্ত্রী কাঁকড়া। ঘরে ফেরার আগে পুরুষ কাঁকড়ারা সাগরে আরেকটা ডুব দেয়। এদিকে স্ত্রী কাঁকড়ারা রয়ে যায় সাগরতীরের ভেজা গর্তে। মিলনের তিন দিনের মধ্যে ডিম পাড়ে তারা। তবে ডিমগুলো আরেকটু পরিপক্ব হওয়ার জন্য আরও সপ্তাহ দুয়েক গর্তেই কাটায়। একেকটি স্ত্রী কাঁকড়া ১ লাখের মতো ডিম পাড়ে। শরীরের থলের মধ্যে থাকে ডিমগুলো।

    সৈকতের কোনো কোনো জায়গার প্রতি বর্গমিটারে শ খানিক কাঁকড়াও চোখে পড়ে। ছবি: ফেসবুক

    একপর্যায়ে ডিমে ভরপুর কাঁকড়াগুলো গর্ত ছেড়ে তীরে জড়ো হয়। এ সময় সৈকতের কোনো কোনো জায়গার বালু কিংবা পাথরে প্রতি বর্গমিটারে শ-খানেক কাঁকড়াও চোখে পড়ে। ভোরের আগে যখন জোয়ার বিদায় নিতে শুরু করে কাঁকড়ারা সাগরে নেমে এর জলে ডিম ছেড়ে দেয়। তারপর তারা ফিরে যায় জঙ্গলে।

    পানির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ডিম থেকে লার্ভা বের হয়ে আসে। ঢেউয়ে গভীর সাগরে নিয়ে যাওয়ার আগে তীরের কাছের জল লার্ভায় ভরে থাকতে দেখা যায়। এই লার্ভারা পানিতে থাকে এক মাস। এ সময় লার্ভার নানা ধাপ পেরোয়। এগুলোর মধ্যে সাগরের তৈরি স্রোত আর বিভিন্ন সামুদ্রিক প্রাণীর কবল থেকে অল্পসংখ্যকই টিকে থাকতে পারে। এরা যেসব প্রাণীর পেটে যায় তার মধ্যে আছে বিভিন্ন ধরনের মাছ, মান্তা রে এমনকি হোয়েল শার্করা। এই হাঙরেরা এমনকি বছরের নির্দিষ্ট সময়ে দ্বীপটির আশপাশে হাজির হয় বড় একটা ভোজের আশায়।

    এই লাল কাঁকড়াদের রক্ষায় তাদের যাত্রার সময় কোনো কোনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ছবি: ফেসবুক

    লার্ভা থেকে ম্যাগালোপাইয়ে রূপান্তরিত হলে অনেকটা চিংড়ির মতো দেখতে হয়। তারপর একেবারে কাঁকড়ার বাচ্চাং রূপান্তরিত হয়ে তীরে এসে ভেড়ে। এবার শুরু হয় তাদের জঙ্গলে ফিরে যাওয়ার যাত্রা। এ সময় হলুদ পিঁপড়ার মতো কিছু শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে হয়।

    বেশির ভাগ বছর খুব অল্প সংখ্যায় কাঁকড়ার বাচ্চাই টিকে যায়। তবে প্রতি দশকে একবার কি দুবার হয়তো দেখা যায় বিপুল সংখ্যায় বাচ্চা কাঁকড়া বেঁচে যায়। এটাই দ্বীপের বিপুল সংখ্যায় কাঁকড়ার বসতি বজায় রাখতে সাহায্য করে।

    দ্বীপের যেসব জায়গা থেকে সহজে এই যাত্রা কিংবা ডিম পাড়ার বিষয়টি উপভোগ করা যায়, তার মধ্যে আছে ড্রামসাইট, ফ্লাইং ফিস খাঁড়ি এবং ইথেল ও গ্রেটা সৈকত।

    এই লাল কাঁকড়াদের রক্ষায় এই যাত্রার সময় কোনো কোনো রাস্তার কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়। তবে গাড়ি দাঁড় করিয়ে খুব সাবধানে এদের মাঝখান দিয়ে হেঁটে যেতে পারবেন, উপভোগ করতে পারবেন আশ্চর্য এই যাত্রা।

    দ্বীপের বাসিন্দারাও এই কাঁকড়াদের রক্ষায় খুব সচেতন। এ সময় গাড়ি চালান তাঁরা সতর্কতার সঙ্গে। রাস্তায় বসানো হয় ‘ক্র্যাব ক্রসিং’ সাইন। বিভিন্ন রাস্তায় তৈরি করা হয়েছে ক্র্যাব ব্রিজ বা কাঁকড়া সেতু। এসব সেতুতে দাঁড়িয়ে কাঁকড়াদের এই ভ্রমণ দেখতে পারবেন অনায়াসে। কাঁকড়াদের যাত্রার সময় বিভিন্ন নোটিশ বোর্ড আর স্থানীয় রেডিওতে প্রচার করা হয় এর সর্বশেষ খবর।

    সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক, পার্কস অস্ট্রেলিয়া, এটলাস অবসকিউরা

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অন্যরকম কাঁকড়ারা কেন ক্রিসমাস খবর ছুটে দল: দিকে দ্বীপের বেঁধে যায়! সাগরের
    Related Posts
    অপ্সরা

    চা বিক্রি করছেন অপ্সরার মতো এক তরুণী, ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ভাইরাল

    July 4, 2025
    ছবির-ধাঁধাঁ

    ছবিটি জুম করে বনের মধ্যে লুকিয়ে থাকা নেকড়ে খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

    July 3, 2025
    অপটিক্যাল ইলিউশন

    ছবিটি জুম করে দেখে বলুন লুকিয়ে কে ঘরের বাহিরে গিয়েছিল

    July 3, 2025
    সর্বশেষ খবর

    পাবনার সড়কে ঝরল ৩ প্রাণ, আহত ১০

    তালেবান সরকারকে প্রথম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো রাশিয়া

    আশুরার রোজা কবে

    আশুরার রোজা কবে, কয়টি রাখতে হয়? যা জানা জরুরি

    টালিউডে বিচ্ছেদের হাওয়া

    টালিউডে বিচ্ছেদের হাওয়া, একদিনে দু’জোড়া সম্পর্ক ভাঙল!

    বেতনের সাথে ইনক্রিমেন্ট

    বেতনের সাথে ইনক্রিমেন্ট যুক্ত হলো কি না, যেভাবে জানবেন

    আবহাওয়ার খবর

    আবহাওয়ার খবর: বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

    অপ্সরা

    চা বিক্রি করছেন অপ্সরার মতো এক তরুণী, ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ভাইরাল

    বিদেশি শিক্ষার্থীদের

    বিদেশি শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র

    RoRo: Revolutionizing the World of Music with a Fusion of Culture and Rhythm

    RoRo: Revolutionizing the World of Music with a Fusion of Culture and Rhythm

    Monetize a Niche Blog in 2025: Proven Strategies for Passive Income

    Monetize a Niche Blog in 2025: Proven Strategies for Passive Income

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.