বিনোদন ডেস্ক : হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।
আগামী বছরের ১৭ জুলাই মুক্তি পাচ্ছে নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। তবে মুক্তির ঠিক এক বছর আগেই আইম্যাক্স থিয়েটারগুলোর জন্য সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু! সামাজিকমাধ্যমে আইম্যাক্স’র তথ্য অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাত থেকেই দর্শকরা টিকিট ক্রয় করতে পারছেন।
ইতিহাসে এই প্রথমবার কোনো ছবি মুক্তির এক বছর আগেই টিকিট বিক্রি শুরু হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক ডজন আইম্যাক্স স্ক্রিন রয়েছে, যেখানে ৭০ মিমি ফিল্মে ধারণকৃত ছবি চালানোর সক্ষমতা রয়েছে।
ক্লাসিক গ্রিক মিথের ওপর ভিত্তি করে দ্য ওডিসি নির্মাণ করেছেন নোলান। যেখানে নায়ক ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন।
হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।
আগামী বছরের ১৭ জুলাই মুক্তি পাচ্ছে নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। তবে মুক্তির ঠিক এক বছর আগেই আইম্যাক্স থিয়েটারগুলোর জন্য সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু! সামাজিকমাধ্যমে আইম্যাক্স’র তথ্য অনুসারে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাত থেকেই দর্শকরা টিকিট ক্রয় করতে পারছেন।
ইতিহাসে এই প্রথমবার কোনো ছবি মুক্তির এক বছর আগেই টিকিট বিক্রি শুরু হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র কয়েক ডজন আইম্যাক্স স্ক্রিন রয়েছে, যেখানে ৭০ মিমি ফিল্মে ধারণকৃত ছবি চালানোর সক্ষমতা রয়েছে।
ক্লাসিক গ্রিক মিথের ওপর ভিত্তি করে দ্য ওডিসি নির্মাণ করেছেন নোলান। যেখানে নায়ক ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন।
পুরো সিনেমার দৃশ্যধারণ হয়েছে আইম্যাক্স ক্যামেরায়। এমনকি ক্যামেরাটি এবারই প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার হয়েছে। আইম্যাক্স’র ক্যামেরা নোলানের বেশ প্রিয়। ‘ওপেনহাইমার’ ছবির সাফল্যের পর তিনি তাঁর সেই ক্যামেরা আপগ্রেড করার জন্য আইম্যাক্স’র সঙ্গে যোগাযোগ করেছিলেন, যেখানে ৭০ মিমি ফিল্ম স্টক প্রক্রিয়াকরণ এবং সরঞ্জামের ওজন সংক্রান্ত সমস্যা সমাধানের সুপারিশ ছিল। বিষয়টি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আইম্যাক্স সিইও রিচ গ্যালফন্ড। উল্লেখ্য, বিশ্বব্যাপী ওপেনহাইমার ব্যবসা করেছিল মোট ৯৭৫.৮ মিলিয়ন ডলার, সেখান থেকে আইম্যাক্স ঘরে তুলেছিল ১৯০ মিলিয়ন ডলারের বেশি, অর্থাৎ ২০ শতাংশ।
ফরাসি সিনেমায় ঢাকাই ছেলেফরাসি সিনেমায় ঢাকাই ছেলে
আইম্যাক্সের নতুন ক্যামেরাটি এখন শুধুই নোলানের জন্য বরাদ্দ, তবে দ্য ওডিসি’র কাজ শেষ হলে এটি অন্য নির্মাতাদের কাছেও ভাড়া দেওয়া হবে। এর আগে এই নির্মাতা ‘ডানকার্ক’, ‘ইন্টারস্টেলার’, ‘দ্য ডার্ক নাইট’ ও ‘টেনেট’ ছবিগুলো আইম্যাক্সে দৃশ্যধারণ করেছিলেন।
দ্য ওডিসি’র মোট বাজেট ২৫০ মিলিয়ন ডলার, যা নোলানের ক্যারিয়ারে সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমার একটি। এতে ম্যাট ডেমন ছাড়াও অভিনয় করেছেন টম হল্যান্ড, অ্যান হ্যাথাওয়ে, জন বার্নথাল, জেন্ডায়া, লুপিতা নিয়ংও, রবার্ট প্যাটিনসন, চার্লিজ থেরন, মিয়া গথ প্রমুখ।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।