বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণে ব্যবহার করা যাবে না ক্রোম ব্রাউজার। নতুন এই সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েড ৭.১ (নোগাট) অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণে হালনাগাদ ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না।
এর ফলে অ্যান্ড্রয়েডের পুরোনো সংস্করণ ব্যবহারকারীরা ক্রোমের হালনাগাদ নিরাপত্তা ও প্রযুক্তি সুবিধা ব্যবহার করতে পারবেন না।
নতুন এ সিদ্ধান্তের ফলে পুরাতন অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোতে ‘ক্রোম ১২০’ থেকে শুরু করে পরবর্তী হালনাগাদ সংস্করণের ক্রোম ব্রাউজার ব্যবহার করা যাবে না।
আগামী বছরের শুরুতে ‘ক্রোম ১২০’ নামের সংস্করণ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল। আগামী ডিসেম্বর মাস থেকেই পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে ক্যালেন্ডার অ্যাপের সমর্থন প্রত্যাহার করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।