বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ট্যাবের বাজারে স্যামসাং এবং অ্যাপল থেকে যথেষ্ট পিছিয়ে আছে গুগল। তবে ‘ভিআরআর’ এলে পাল্টে যেতে পারে পুরো দৃশ্যপট।
‘ক্রোম ওএস ১০১ ডেভ চ্যানেল’-এর ‘ভেরিয়েবল রিফ্রেশ রেট’ বা ‘ভিআরআর’ সমর্থনে কাজ করছে গুগল। প্রযুক্তিবিষয়ক সাইট ‘অ্যাবাউট ক্রোমবুকস’-এ বিষয়টি প্রথম চিহ্নিত করেছেন কেভিন টোফেল।
‘ভিআরআর’ ডিস্প্লের রিফ্রেশ রেটের সঙ্গে স্ক্রিনের ‘ফ্রেইম-পার-সেকেন্ড’ বা ‘এফপিএস’ সামঞ্জস্য করে ‘স্ক্রিন-টিয়ারিং’ বা পর্দায় অসামঞ্জস্য প্রতিরোধ করে। ফিচারটি পরীক্ষার কারণে গুগলের ‘ক্রোম ওএস’-এ গেইমিং অভিজ্ঞতা আরো মসৃণ হতে পারে কারণ ‘ক্রোম ওএস’-এ শীঘ্রই ‘স্টিম’ আসছে বলে ঘোষণা দিয়েছে গুগল।
পাশাপাশি, তিনটি গেইম-কেন্দ্রিক ক্রোমবুক বাজারে আসার গুঞ্জনও বাজারে রয়েছে। এ সম্ভাবনা আরো পাকাপোক্ত হয়েছে নতুন ‘ক্রোম ওএস’ ফ্ল্যাগ চালুর পর থেকে যেটাতে ‘আরজিবি’ কিবোর্ড চালানো যাবে।
অন্যদিকে, ‘ভিআরআর’ ভবিষ্যত প্রজন্মের ‘ক্রোম ওএস’ ট্যাবলেটগুলোতে রিফ্রেশ রেট আপগ্রেডের সংকেত দিচ্ছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
বর্তমানে ‘ক্রোম ওএস’-এর ট্যাবলেট সংস্করণটি যথেষ্ট সেকেলে। স্যামসাং ও অ্যাপলের মত প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ‘ক্রোম ওএস’-এর ‘ভিআরআর’ অবশ্যই লাগবে কারণ স্যামসাংয়ের ‘গ্যালাক্সি ট্যাব এস৮’-এর লাইনআপে রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যেখানে অ্যাপলের ‘আইপ্যাড প্রো’-তে রয়েছে ‘প্রো মোশন’ (‘ভিআরআর’ এর আরেক নাম) সুবিধা যেটি অ্যানিমেশন মসৃণভাবে স্ক্রল করতে সাহায্য করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।