চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

সর্বোচ্চ তাপমাত্রা

জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় আজ সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা

জানা গেছে, তীব্র গরম ও রোজার কারণে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। জেলার রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় ফাঁকা দেখা যায়। ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে মানুষ। রোদের তেজে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। একটু স্বস্তির জন্য গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন অনেকেই। তীব্র গরমে সব চেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো।

চুয়াডাঙ্গা শহরের ভ্যান-চালক করিম মণ্ডল জানান, গত কয়েকদিন থেকে খুব গরম পড়ছে। ভ্যান নিয়ে বাইরে আসা যাচ্ছে না। শরীর ঘেমে জামা ভিজে যাচ্ছে। রোজার মধ্যে ভ্যান চালাতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সামনে ঈদ কিছুই করার নেই। পরিবারের সদস্যদের কথা ভেবে আয় করতে বাইরে আসতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গত কয়েক দিন থেকে চুয়াডাঙ্গা ও এর আশপাশ এলাকার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

কেজিতে নয়, নিলামে বিক্রি হয় এই তরমুজ

তিনি আরও জানান, আজ রোববার সন্ধ্যা ৬টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এটিই চলতি মৌসুমে চুয়াডাঙ্গা জেলারও সর্বোচ্চ তাপমাত্রা। আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে।