বিনোদন ডেস্ক : মুক্তি প্রতিক্ষীত ‘জওয়ান’ ছবিতে সম্পূর্ণ ন্যাড়া মাথার শাহরুখ খানকে দেখে চমকে গিয়েছিলেন ভক্তরা। এবার চুল-দাড়ি কামিয়ে প্রকাশ্যে সালমান খান। বিগ বস ওটিটি ২-এর গ্র্যান্ড ফিনালেতেও এক মাথা চুল নিয়ে দেখা মিলেছিল ভাইজানের। দুই দিন আগে এপি ধিলানের ডকু-সিরিজের স্ক্রিনিংয়েও একই লুকে হাজির হন।
কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই লুক বদলে ফেললেন বলিউডের ‘দাবাং’ খান। রবিবার রাতে মুম্বাইয়ে ‘অল ব্ল্যাক লুকে’ দেখা মিলল সালমান খানের। নিচ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যেই এখন ভাইজানের যাতায়াত। একাধিক খুনের হুমকির পর থেকে সালমানের ছবি তুলতেও বেগ পেতে হচ্ছে পাপারাৎজিদের।
তার মাঝেই কালো শার্ট আর ট্র্যাক প্যান্টে লেন্সবন্দি হলেন ভাইজান। ন্যাড়া মাথায় চুলের হালকা রেখা স্পষ্ট। গাড়ি থেকে বেরিয়ে বন্দুকধারী সিকিউরিটিদের মাঝ বরাবর গটগটিয়ে হেঁটে গেলেন সালমান। তাকে শেষ ন্যাড়া মাথায় দেখা গিয়েছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাম’ ছবিতে।
নির্ঝরার প্রেমে পাগল রাধের জীবন কীভাবে শেষ হয়ে যায় তিল তিল করে, সেই গল্পই উঠে এসেছিল সতীশ কৌশিক পরিচালিত এই ছবিতে। মানসিক হাসপাতালে রাধের (সালমান) চুল কামিয়ে দেয়া হয়েছিল। বহু বছর বাদে সেই ‘তেরে নাম’ লুকে ভাইজান।
সালমানের নতুন এই লুক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে লাইক, কমেন্টের বন্যা। তবে ‘তেরে নাম ২’-এর প্রস্তুতি শুরু করেছেন তিনি? প্রশ্ন ভক্তদের। একজন লেখেন- ‘মনে হচ্ছে ‘তেরে নাম ২’-এর স্ক্রিপ্ট তৈরি।’ আরেকজন লেখেন- ‘শিগগিরই ‘তেরে নাম ২’-এর শুটিং শুরু হবে মনে হচ্ছে।’ অনেকে আবার মজা করে লেখেন- ‘ভাই শাহরুখকে নকল করছেন।’
সালমানের মুখে অবশ্য কুলুপ নিজের নতুন লুক নিয়ে। এক সালমান-ঘনিষ্ঠ অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই লুক বিশেষ কোনো কারণে নয়। এই মুহূর্তে কোনো শুটিং নেই ভাইজানের।’
জিপিএ-৫ পাওয়ায় ছাত্রকে নিয়ে প্লেন ভ্রমণ করলেন স্কুলের সভাপতি
আগামীতে সালমানকে দেখা যাবে ‘টাইগার ৩’ ছবিতে। যশরাজ ফিল্মসের এই ছবিতে ফের একবার ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে ‘টাইহার ৩’। ভারতীয় গুপ্তচর টাইগারের ভূমিকায় ফের একবার সালমানকে রুপালি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছের তার অগণিত ভক্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।