বলিউডের তারকা হেয়ার স্টাইলিস্ট দর্শন ইয়েওয়ালেকর। সালমান খানের হাত ধরে তার ক্যারিয়ার শুরু। পরে রণবীর সিং, ভিকি কৌশল, ইব্রাহিম আলী খান, অনন্যা পান্ডের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন। তবে সালমান খানের চুল কাটতে গিয়ে, তার কান কেটে ফেলেছিলেন দর্শন।
ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দর্শন। এ আলাপচারিতায় ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন। দর্শন বলেন, “বিনোদন জগতে হঠাৎ করেই আমার আসা। কোনো পরিকল্পনা ছিল না। ছোট শহর থেকে আসা আমার মতো একজনের জন্য বলিউডের বিনোদন জগতে কাজ করা অবাক করার মতোই ঘটনা। তাও আবার সালমান খানের সঙ্গে! সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ সিনেমায় উনার সঙ্গে আমার প্রথম কাজ। ওই কাজটাই এই ইন্ডাস্ট্রিতে আমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছিল। সালমানের কাছে আমি চিরকৃতজ্ঞ।”
এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, একবার চুল কাটতে গিয়ে নাকি সালমান খানের কান কেটে ফেলেছিলেন? রেগে যাননি সালমান? জবাবে দর্শন বলেন, “হ্যাঁ। সামান্য খোঁচা লেগেছিল। তখন ট্রিমারগুলো তেমন উন্নত ছিল না। তবে খোঁচা লাগার পরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু সালমান খুব স্বাভাবিক ছিলেন, যেন কিছুই হয়নি। আর আমি তো ভয়ে দরদর করে ঘামছিলাম! সেই দিনই বুঝেছিলাম, সালমান কতটা ভদ্র ও ধৈর্যশীল।”
সালমানের চুল নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার কথা স্মরণ করে দর্শন বলেন, “আমার ক্যারিয়ারের শুরুতে সালমান খানের সঙ্গে কাজ করেছি। তাও আমার উপর ভরসা রেখেছিলেন। উনার চুল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছিলেন, যেটা সচরাচর সবাই করেন না। সালমান মানুষ হিসেবে খুব আন্তরিক। আজও একটা ঘটনা আমার মনে আছে।”
ঘটনা বর্ণনা করে দর্শন বলেন, “নিউ ইয়র্কে আমরা আউটডোর শুটিং করছিলাম। আমাকে একটা ‘হার্লে-ডেভিডসন’-এর জুতো উপহার দিয়েছিলেন তিনি। চারপাশের প্রতিটি মানুষের জন্য সালমান ভাবেন, প্রত্যেকের যত্ন করেন।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।