লাইফস্টাইল ডেস্ক : ঘন, কালো ও লম্বা চুল পেতে কে না চায়? কিন্তু চাইলেই তো আর পাওয়া যায় না। চুলের সঠিক যত্নের অভাবে অকালেই চুল ঝরে অনেকের টাক পড়ে যায়। তবে এমন কিছু উপাদান আছে যা, চুল পড়া বন্ধে ম্যাজিকের মতো কাজ করে।
ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্কতার সমস্যা দূর করতে সপ্তাহে ১ থেকে ২ দিন চুলের যত্ন নিতে হবে। চুলের জন্য সঠিক তেল নির্বাচন করতে হবে। ভুল তেল ব্যবহার করলে চুল মজবুত হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যেতে পারে। এবং চুলের গোড়া দুর্বল হয়ে ঝরে পড়তে পারে। চুলের যন্ত্রে কার্যকরী পাঁচ উপাদান সম্পর্কে জানুন বিস্তারিত:
লেবু-তেল: নারকেল তেলে পাতি লেবুর রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে খুশকি দূর হয়। এবং চুলের গোড়ায় জমে থাকা বিভিন্ন ইনফেকশন দূর হয়। ফলে চুল পড়া সহজেই বন্ধ হযে যায়।
অ্যালোভেরা: নিজের পছন্দ মতো হেয়ার অয়েলের সঙ্গে অ্যালোভেরার জুস মিশিয়ে চুলে মাখতে পারেন এতে চুলের বিভিন্ন সমস্যা দূর হয়। সেই সঙ্গে অকালে টাক হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যাবে।
জবা বাতা: জবা ফুলের পাতাও চুলের জন্য অত্যন্ত উপকারী। চুলে স্বাস্থ্য ভালো রাখতে জবা পাতা ভালো করে নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে। এতে চুল ঘন কালো ও মজবুত হয়।
মেথি: মেথি চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেল বা অলিভ অয়েলে মেথি মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই তেল মাথায় মাখতে হবে। এতে চুল পড়ার সমস্যা দূর হতে পারে।
আমলকী: আমলকী ভিটামিন ‘সি’-এর অন্যতম উপাদান। আমলকীর রয়েছে নানা গুণ। চুলের যত্নেও আমলকী অনন্য। আমলকী ভালো করে পেস্ট করার পর সেই পেস্ট তেলে মিশিয়ে গোসলের ১ ঘণ্টা আগে মাখতে হবে। চুল পড়া রোধ করতে আমলকী মহাষৌধের মতো কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।